shono
Advertisement

প্র্যাকটিস ম্যাচে জোড়া গোল ডাফির

প্রথমার্ধে মোহনবাগান তিন গোলে এগিয়ে ছিল৷ দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি গোল করে৷ ডাফি ছাড়া বাকি গোলগুলি করেন কেন লুইস, তপন মাইতি, বঙ্কু ঘোষ, অজয় সিং, তন্ময় ঘোষ এবং পঙ্কজ মৌলা৷ The post প্র্যাকটিস ম্যাচে জোড়া গোল ডাফির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:38 PM Jul 22, 2016Updated: 04:08 PM Jul 22, 2016

স্টাফ রিপোর্টার: আগের প্রস্তুতি ম্যাচে হারলেও শুক্রবার কিন্তু জয়ের মুখ দেখল মোহনবাগান৷ এদিন তারা সিএফসিকে হারাল ৮-০ গোলে৷ জোড়া গোল করলেন সদ্য আসা বাগানের নতুন বিদেশি স্ট্রাইকার ড্যারেল ডাফি৷

Advertisement

প্রথমার্ধে মোহনবাগান তিন গোলে এগিয়ে ছিল৷ দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি গোল করে৷ ডাফি ছাড়া বাকি গোলগুলি করেন কেন লুইস, তপন মাইতি, বঙ্কু ঘোষ, অজয় সিং, তন্ময় ঘোষ এবং পঙ্কজ মৌলা৷

প্রতিপক্ষ হিসাবে সিএফসি খুবই দুর্বল৷ সেই দলের কোচ দুই প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা এবং জামশেদ নাসিরি৷ প্রতিপক্ষ দুর্বল হলেও দল বড় ব্যবধানে জেতায় খুশি মোহনবাগানের নতুন তারকা ডাফি৷ তিনি জানালেন, “আমি এখনও ম্যাচ ফিট নই৷ কয়েকদিন হল দলের সঙ্গে প্র্যাকটিস করছি৷ আরও কিছুদিন লাগবে পুরোপুরি ফিট হতে৷ তবু দলের পারফরম্যান্সে খুশি৷ আমাদের দলটা খারাপ নয়৷ আমরা আরও ভাল খেলব৷ প্রস্তুতি ম্যাচে গোল পাওয়াটা ভাল ব্যাপার৷ এতে আত্মবিশ্বাস বাড়ে৷”

প্রতিপক্ষ দুর্বল৷ তবু ডাফি মনে করেন, যত বেশি ম্যাচ প্র্যাকটিস হবে, ততই দলের পক্ষে ভাল৷ কারণ, এতে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়ে৷ তিনি আশায় আছেন, স্থানীয় লিগে দল ভালই খেলবে৷ এরপর চলে আসবেন আরেক বিদেশি, ড্যানি৷ ফলে দল দাঁড়িয়ে যাবে বলে মনে করছেন ডাফি৷

The post প্র্যাকটিস ম্যাচে জোড়া গোল ডাফির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement