shono
Advertisement

Breaking News

সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কি এর প্রভাব পড়বে?

গাঙ্গেয় উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
Posted: 05:16 PM May 29, 2022Updated: 05:16 PM May 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে গেল বর্ষা (Monsoon)। সময়ের আগেই কেরালায় ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারই কেরলে এসে গিয়েছে বর্ষা। সাধারণত ১ জুন কেরলে বর্ষা আসে। সময়ের তিনদিন আগে দক্ষিণ ভারতে ঢুকল মৌসুমী বায়ু। তার প্রভাবে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে।

Advertisement

রবিবার আবহাওয়া দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “আরব সাগরের কয়েকটি অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। লাক্ষাদ্বীপ, কেরালা ছাড়াও তামিলনাড়ুর কয়েকটি অঞ্চলে বর্ষা এসে গিয়েছে।” আবহাওয়া দপ্তরের প্রধান ম্রুত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “কেরলে (Kerala) মৌসুমী বায়ু প্রবেশ করেছে রবিবার। ১ জুনের পরিবর্তে আজই বর্ষা এসেছে।”

[আরও পড়ুন: ‘SSC দুর্নীতি থেকে নজর ঘোরানোই লক্ষ্য’, আচার্য বদলের ভাবনা নিয়ে মুখ খুললেন ধনকড়]

বর্ষা আসার সব প্রমাণই কেরলে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Indian Meterological Department)। গত চব্বিশ ঘণ্টায় কেরালার সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। ১৪টি স্টেশনের মধ্যে দশটি স্টেশনেই ২.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি কেরালায়। গত বছরও সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সময় পেরিয়ে যাওয়ার পরে বর্ষা আসে।   

আগামী তিন-চার দিনের মধ্যেই বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী এলাকায় বর্ষা আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী পাঁচদিন গাঙ্গেয় উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এখনই খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আপাতত আগামী তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

[আরও পড়ুন: বারাকপুর-হাবড়ার পর এবার ঠাকুরনগর, ভরদুপুরে শুটআউটে জখম নাবালক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement