সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেও আসছে না মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি ২ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৩২ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ১১।
[আরও পড়ুন: ‘পড়ুয়াদের হাতে বন্দি, প্রাণ সংশয়ের আশঙ্কা’! বিশ্বভারতীর কর্মসচিবের বক্তব্যে শোরগোল]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই জেলায় নতুন করে সংক্রমিত ১৪ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ১১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,২৫৩।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২ জনের। তাঁরা কলকাতার বাসিন্দা। অর্থাৎ উত্তর ২৪ পরগনায় এদিনও মৃত্যুর সংখ্যা শূন্য। যা নিঃসন্দেহে স্বস্তির খবর ওই জেলার বাসিন্দাদের জন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ১৭৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৯২,২৬৭। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।