সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2022) মরশুমে জোড়া আতঙ্ক, একদিনে করোনা অন্যদিকে ডেঙ্গু। তবে রাজ্যের কোভিড গ্রাফ চিন্তা অনেকটাই কমিয়েছে। দৈনিক রাজ্যে করোনা সংক্রমিতের হদিশ মিলছে ঠিকই, কিন্তু তা তুলনামূলকভাবে কম। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আড়াশোর কম। করোনায় মৃতের সংখ্যা শূন্য।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) নতুন করে আক্রান্ত ২৪১ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,০৯,৩৩১ মৃত্যু হয়েছে একজনের। এদিনে করোনায় মৃতের সংখ্যা শূন্য। ফলে এখনও পর্যন্ত মোট করোনার বলি হয়েছেন ২১,৪৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২৩ জন, যা আগের দিনের তুলনায় বেশি। এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২০,৮৫,৮৭২।
[আরও পড়ুন: আনিস খানের আহত ভাইকে একদিনেই ছাড়ল হাসপাতাল! বাড়ি ফেরাতে নারাজ পরিবার]
এদিন স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুয়ায়ী, পজিটিভিটি রেটও ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ৭৩৬৩। যার মধ্যে ৩.২৭ শতাংশ রিপোর্ট পজিটিভ। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯৭৭। তার মধ্যে হাসপাতালে ভরতি ৫৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৯২৩ জন।
সামনেই দুর্গাপুজো (Durga Puja)। বাঙালির সবচেয়ে বড় উৎসবে ভিড় হওয়ার প্রবল সম্ভাবনা। সেখান থেকে যাতে কোভিড সংক্রমণ না ছড়ায়, সেদিকে নজর দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। ফলে টিকাকরণের (Corona Vaccination) উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ৩৬, ৩৮৩ ডোজ। উৎসবের মরশুমে সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।