shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৪, মৃত্যু শূন্য

সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
Posted: 07:36 PM Apr 05, 2022Updated: 08:06 PM Apr 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই কমছে সংক্রমণ। ধীরে ধীরে করোনা মুক্তির পথে এগোচ্ছে বাংলা। এরই মাঝে গত ২৪ ঘণ্টায় খানিকটা বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। তবে এদিনও মৃত্যুহীন রাজ্য। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।  এদিনে সরকারি অফিসে করোনা আবহে কাজের ক্ষেত্রে যা বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হল। সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে একশো শতাংশ কর্মী হাজিরার  নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত ৩৪ জন। যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি। ফলে পজিটিভ কেস (Positive Case) বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৫৪১। সোমবারের পর মঙ্গলবারও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৯ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯২ শতাংশ।

[আরও পড়ুন: সায়ন্তন-রূপাকে বাদ দিয়েই BJP’র রাজ্য কর্মসমিতি, কেন্দ্রের চাপে ঠাঁই কিছু পুরনো মুখের]

করোনা সংক্রমণ রুখতে বরাবরই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার ১২ হাজার ৫২৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৪, ৮১৫, ১৩৬ নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় পজিটিভিটি রেট ০.২৭  শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে  ৯৫ হাজার ১২২ ডোজ টিকাকরণ হয়েছে। 

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ এপ্রিল থেকে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। মহামারীর আইনে যেসব মামলা দায়ের করা হতো, সেসবও এখন বাদ। তবে সতর্কতার জন্য মাস্ক পরা, স্যানিটাইজেশন, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো ন্যূনতম কয়েকটি স্বাস্থ্যবিধি জারি রয়েছে। এদিকে জুনে কোভিডের চতুর্থ ঢেউ (Fourth wave) আছড়ে পড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা মোকাবিলায় জোরদারভাবেই চলছে টিকাকরণ (Corona Vaccination)। ছোটদের টিকা, বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ গোটা দেশের মতো রাজ্যেও চলছে সমানতালে।

[আরও পড়ুন: আসানসোলে অগ্নিমিত্রার প্রচারে বিহারি মনোজ তিওয়ারি, গানের ভাষায় তোপ ‘বিহারি’ শত্রুঘ্নকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement