সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই উপ নির্বাচন (By Election)। দুর্গাপুজোরও হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতিতে ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে রাজ্যে ৭৫৩ জনের শরীরে। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি রাজ্যের ১৪ জন। মৃত্যুর নিরিখে প্রথমে তিলোত্তমা। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৯ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতার (Kolkata)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৭ জন। অর্থাৎ ওই জেলায়ও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ।
[আরও পড়ুন: Durga Puja 2021: কলকাতার পুজোয় চমক, চন্দননগরের আলোয় ফুটে উঠবে অলিম্পিকের সাফল্য]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৫,৪০৫।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৫৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৬৬ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৮,৬৩৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।