shono
Advertisement

ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮২৭ জন

গত ২৪ ঘণ্টায় করোনার বলি কলকাতার ২ জন।
Posted: 08:33 PM Mar 28, 2021Updated: 08:47 PM Mar 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মধ্যে চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায়ও বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে সামান্য হলেও নিম্নমুখী মৃত্যু। যা কিছুটা আশার আলো দেখাচ্ছে আমজনতাকে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে  করোনা আক্রান্ত হয়েছেন ৮২৭ জন। যাদের মধ্যে ২৯২ জনই তিলোত্তমার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে সেখানকার ১৯৩ জনের শরীরে। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৬৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত  ৩৮ জন। এদিন একমাত্র ঝাড়গ্রাম ছাড়া বাকি সব জেলা থেকেই মিলেছে নতুন আক্রান্তের হদিশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৮৪, ৬৬৬। এদিন রাজ্যের যে দু’জন করোনার বলি হয়েছেন তাঁরা কলকাতার বাসিন্দা। যা আতঙ্ক ছড়িয়েছে কলকাতাবাসীদের মধ্যে। সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী রাজ্যের সুস্থতার হার। একদিনে করোনাকে হারিয়ে হাসি মুখে ঘরে ফিরেছেন বাংলার ৪৫৭ জন। ফলে রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৬৯, ৩৬। 

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর জন্যও ১ ঘণ্টা প্রচার করি না’, প্রার্থীর আবদারে মেজাজ হারালেন নুসরত   ]

বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একদফা ভোটগ্রহণ শেষ হলেও এখনও ৭ দফা বাকি। ফলে রাজ্যজুড়ে মিছিল, মিটিং চলছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত এড়ানোর চেষ্টা করা হলেও সব ক্ষেত্রে তা হয়ে উঠছে না। এদিকে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের শনাক্ত করতে নিয়মিত টেস্ট করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ২৬, ৫৪৫ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৯১, ১৩, ০৭৭ জনের। 

[আরও পড়ুন: ‘পরিকল্পনা করেই করেছিল, বিরুলিয়াবাসীর দোষ নেই’, হামলার তত্ত্বে অনড় মমতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement