সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফার ট্রায়াল এখনও চলছে। এর মাঝেই করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভিড ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। রবিবার তা ঘোষণা হওয়ার পরেই সরকারের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করে টুইট করেছেন একাধিক কংগ্রেস নেতা। তার জবাবে শতাব্দী প্রাচীন এই দলটির তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। কংগ্রেস যত বিরোধিতা করবে ততই ওদের মুখোশ খুলে যাবে বলে কটাক্ষ করেন তিনি।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেন, ‘অতীতের মতো আবার আমরা দেখলাম যে ভারত যখনই বড় কোনও সাফল্য পায়, মানুষের ভালর জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করে, তখনই কংগ্রেস (Congress) তাদের বন্য নীতি নিয়ে বিরোধিতা করে। সাফল্যকে ছোট করার চেষ্টা করে। তবে ওরা যত বিরোধিতা করবে ততই ওদের মুখোশ খুলে যাবে। তার সদ্য উদাহরণ হল কোভিড ভ্যাকসিন।’
[আরও পড়ুন: খুন করে এসে প্রতিবেশীদের কাছে বড়াই! পুলিশের জালে বেপরোয়া যুবক]
কংগ্রেস ও বিরোধীরা ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছে। এই বিষয় নিয়ে নোংরা রাজনীতি করছে বলেও আজ অভিযোগ করেছেন জেপি নাড্ডা (JP Nadda)। বিরোধীরা ভারতীয় কোনও বিষয় নিয়ে গর্ববোধ করে না বলে দাবি জানিয়ে তিনি উল্লেখ করেন, ‘নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে ও নেতিবাচক মানসিকতার কারণে কংগ্রেস ও অন্য বিরোধীরা মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। আমি তাদের কাছে আবেদন করব অন্য বিষয় নিয়ে রাজনীতি করুন। কিন্তু, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। না হলে এখন যেভাবে মানুষ আপনাদের রাজনীতিকে প্রত্যাখান করছেন আগামীতেও তাই করবেন।’