shono
Advertisement

Breaking News

মাসের পর মাস মেলেনি বেতন, প্রতিবাদে বিষপান একই সংস্থার ৭ কর্মীর

এখনও মালিকপক্ষের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি পুলিশ।
Posted: 05:23 PM Sep 02, 2022Updated: 05:23 PM Sep 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন প্রাণপাত করে খেটেও মিলছে না পারিশ্রমিক। আজ নয় কাল, কাল নয় পরশু ঘুরিয়েই চলেছেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। উপরন্তু সংস্থার এক কারখানা থেকে আরেক কারখানায় বদলি করে দেওয়া হচ্ছে শ্রমিকদের। মালিকপক্ষের ‘অত্যাচারে’ বাধ্য হয়ে বিষপান করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক সংস্থার ৭ কর্মী।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের পরদেশিপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই বকেয়া বেতন মেটানোর দাবিতে আন্দোলন করছিলেন সংস্থার কর্মীরা। সম্প্রতি কর্তৃপক্ষের বেতন দিতে ঢিলেমি এবং অহেতুক বদলির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছিলেন শ্রমিকরা। সেখানেই ওই সাতজন একযোগে বিষজাতীয় কিছু পান করেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসারত ওই সাত শ্রমিক।

[আরও পড়ুন: অবশেষে স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত তিস্তা শেতলবাদ]

হাসপাতাল সূত্রের খবর, ওই সাত শ্রমিক আপাতত বিপদমুক্ত। তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই সংস্থা গত কয়েকমাস কর্মীদের বেতন দেয়নি। সেই সঙ্গে তাঁদের দূরের কারখানায় বদলি দেওয়া হয়েছে। যার ফলে চরম আর্থিক অনটনে পড়তে হয়েছে তাঁদের। দিন গুজরান করতেও সমস্যা হচ্ছে। এই অসুবিধার কথা কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি। উলটে অভিযোগ করায় কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

[আরও পড়ুন: মর্মান্তিক! ফাঁকা কামরায় শ্লীলতাহানির চেষ্টা, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল মহিলাকে]

পুলিশ (MP Police) জানিয়েছে, বিষপান করা শ্রমিকদের বয়ান রেকর্ড করা গেলে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তারপরই ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বিষপানকারী শ্রমিকদের মধ্যে একজন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দু’দিন আগেই আমাদের সংস্থার মালিক ৭ জন কর্মীকে বরখাস্ত করেছে। টাকার অভাবে সংসার চলছিল না। তাই বিষপান করতে বাধ্য হলাম।” খোদ ইন্দোরের কাছাকাছি এই ধরনের একটি সংস্থা লাগাতার বেতন না দিয়ে কীভাবে চলছিল? সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement