রূপায়ণ গঙ্গোপাধ্যায়: “গত দশ বছরে আয়লা, বুলবুল, নদী সংস্কার-সহ একাধিক খাতে রাজ্যকে ৩০৮৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই টাকার হিসাব কোথায়?” মঙ্গলবার এই প্রশ্নই তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে রাজ্যের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও বিষয়ে বলতে শুরু করেন টাকা দিয়ে। শেষও করেন টাকায়। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বারবার সরব হন। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ৩০৮৬ কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। সেই অর্থের কোনও হিসাব নেই। টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না রাজ্য। অথচ মুখ্যমন্ত্রী খালি চিৎকার করছেন কেন্দ্র টাকা দিচ্ছে না।” এদিন বিজেপি সাংসদ অভিযোগ করেন যে, সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি করা হচ্ছে। শাসকদল তাতে যুক্ত রয়েছে। ফলে ঝড় এলে বারবার বিপন্ন হচ্ছে সুন্দরবন। ঝড় সহ্য করার শক্তি হারাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়েও এদিন রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য বিজেপির সভাপতি। বলেন, “পরিযায়ী শ্রমিক ও অন্যান্য যারা রাজ্যের বাইরে আছেন। তাঁরা এতদিন রাজ্যে টাকা পাঠিয়েছেন। রেভিনিউ বেড়েছে। এখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না।”
[আরও পড়ুন: প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের পাশে বিশ্ববিদ্যালয়, কমিউনিটি রেডিওর মাধ্যমে চলবে পড়াশোনা]
পরিযায়ী শ্রমিকরা ফিরলে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “প্রশাসন শুধু টেস্ট আর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুক। তাহলেই হবে। রাজ্যে তো তাদের নূন্যতম চিকিৎসা ব্যবস্থাটুকু হচ্ছে না। পুরসভা ও পঞ্চায়েতগুলির ঘাড়ে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব ছেড়ে দিচ্ছে রাজ্য সরকার।” দিলীপবাবুর দাবি, মাত্র ৩৫ হাজার শ্রমিক রাজ্যে ফিরেছে। এখনও কয়েক লক্ষ শ্রমিক ফেরার জন্য বসে রয়েছে।
[আরও পড়ুন: পড়াশোনা হচ্ছে না লকডাউনে? গ্রামাঞ্চলের পড়ুয়াদের জন্য চালু বিনামূল্যে অনলাইন কোচিং]
The post ‘বিপর্যয় খাতে কেন্দ্রের দেওয়া ৩০৮৬ কোটি টাকার হিসেব কোথায়?’, রাজ্যকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.