সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদল ও মুখ্যমন্ত্রীর ‘বহিরাগত’ খোঁচার পালটা দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ব্যঙ্গের সুরে বললেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নন, প্রধানমন্ত্রী বহিরাগত! গরুপাচার কাণ্ডে প্রাক্তন বিএসএফ কর্তার গ্রেপ্তারি নিয়েও শাসকদলকে বিঁধলেন তিনি।
ভোটের দামামা বাজতেই চলতি মাসের শুরুতে বাংলায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নভেম্বরের শেষে ফের রাজ্যে আসতে পারেন তিনি। যা একেবারেই ভালভাবে নিচ্ছে না তৃণমূল। দলের নেতা, মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই নিশানা করছেন বিজেপিকে। অভিযোগ করা হচ্ছে, ভোটের আগে ‘বহিরাগত’দের বাংলায় এনে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। বুধবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “বাংলায় বহিরাগতরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। রুখে দাঁড়াতে হবে।” সাংসদের এই মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বললেন, “রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। আর দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলে বহিরাগত!” গরুপাচার কাণ্ডে প্রাক্তন সিবিআই কর্তার গ্রেপ্তারিতে শাসকদল অসন্তুষ্ট বলেও এদিন মন্তব্য করেন তিনি।
[আরও পড়ুন: ছটপুজোয় ভিড় রুখতে চক্ররেল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, জানুন বাতিল থাকবে কোন কোন ট্রেন]
উল্লেখ্য, একুশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলায়। লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনও শিবির। সবদলই কর্মীদের চাঙ্গা করতে সভা-মিছিল শুরু করেছে। একই লক্ষ্যে বাংলায় এসেছিলেন অমিত শাহ। বর্তমানে বাংলায় রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান-সহ আরও চার দাপুটে নেতা। ভোটের প্রস্তুতি খতিয়ে প্রতিমাসেই বাংলায় আসতে পারেন অমিত শাহ ও জেপি নাড্ডা।