shono
Advertisement

Breaking News

পোষ্যকে মারধরে বাধা দেওয়ায় স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা, আত্মঘাতী ব্যক্তি

অন্য দুই সন্তান বাড়ি থেকে পালিয়ে বাঁচে।
Posted: 04:27 PM Aug 20, 2023Updated: 04:27 PM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য কুকুরকে নিয়ে ঝামেলার জেরে ভয়ংকর কাণ্ড। স্ত্রী এবং দুই সন্তানকে তরোয়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন এক ব্যক্তি। পরে নিজেও আত্মঘাতী হন তিনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়নী জেলার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উজ্জয়নীর বাদানাগর এলাকায় রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃত দিলীপ পাওয়ার (৪৫) শনিবার রাত ১টা নাগাদ বাড়ির পোষা কুকুরকে হঠাৎই মারধর শুরু করেন। বাধা দেয় দিলীপের স্ত্রী গঙ্গা (৪০), এক ছেলে যোগেন্দ্র (১৪) এবং মেয়ে নেহা (১৭)। তাঁরা কুকুরটিকে রেহাই দিতে বলেছিল। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দিলীপ। মেজাজ হারিয়ে তরোয়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী, পুত্র এবং কন্যাকে। অন্য দুই সন্তান বাড়ি থেকে পালিয়ে বাঁচে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ৫ বছরের শিশুকে আছড়ে খুন সন্ন্যাসীর, গণপিটুনি ক্ষিপ্ত জনতার]

পুলিশ আধিকারিক মহেন্দ্র সিং পারমার জানিয়েছেন, তিন জনকে হত্যার কিছু পরে নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন দিলীপ। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব না। উল্লেখ্য, মাস কয়েক আগে কাজ হারান দিলীপ। এদিন ভোর ৫টা নাগাদ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ঠাঁই ‘বিদ্রোহী’দেরও, বাংলা থেকে জায়গা পেলেন দু’জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement