সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন রমেশ তেণ্ডুলকর? বেশ পিছনে। চার ধাপ পিছনে। ছ’নম্বরে। বিরাট কোহলি? আরও দূরে। সাতে। বারাক ওবামা? বিল গেটস? রতন টাটা? নাহ্, এঁরাও পারেননি তাঁকে হারাতে। ভারতবর্ষের আমজনতার হৃদয়ে অটুট তাঁর সিংহাসন। জনপ্রিয়তায় উপরের সবকটি নামের চেয়ে এগিয়ে তিনি। তিনি মহেন্দ্র সিং ধোনি। জনপ্রিয়তায়, শ্রদ্ধায় তাঁকে মাত দিতে পেরেছেন শুধুমাত্র একজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
[আরও পড়ুন: ‘কোন সিরিজ খেলবেন আপনি নিজে বাছতে পারেন না’, ধোনিকে একহাত নিলেন গম্ভীর]
ভারতের জার্সিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপে। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি তিনি। সেনাবাহিনীর ট্রেনিং নেবেন বলে দু’মাসের ছুটি নিয়েছিলেন ক্রিকেট থেকে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়েছে। দেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনি বাইশ গজে ফেরেননি। বলাবলি চলছে, ভারতের সর্বকালের সফলতম অধিনায়কের পূর্ণগ্রাস গ্রহণ ঘটে গেল কি না। এত জল্পনা। এত আশঙ্কা। এত অনিশ্চয়তা। কিন্তু এত কিছুর পরেও তো ধোনিকে হারানো যাচ্ছে না! প্রায় মাস তিনেক হয়ে গেল ক্রিকেট কিটে হাত দেননি ধোনি। তারপরেও এদেশের মানুষের কাছে ক্রিকেটার হিসেবে তিনিই সবচেয়ে প্রিয়। আর গোটা দেশের কাছে প্রিয়তম ব্যক্তি হলেন মোদি।
সোজা কথা, সোজা ভাবে বলা যাক। ‘ইউগভ’ নামের এক সংস্থা সমীক্ষা করেছে, ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি কারা তাঁদের নিয়ে। বিশ্বের একচল্লিশটি দেশজুড়ে বিয়াল্লিশ হাজার লোকের মতামত নেওয়া হয়েছে। তাতে এবছর ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তির মর্যাদা পেয়েছেন নরেন্দ্র মোদি। পেয়েছেন ১৫.৬৬ শতাংশ ভোট। আর মোদির পরের স্থানটা কোনও রাজনৈতিক নেতা বা শিল্পপতির নয়। ৮.৫৮ শতাংশ ভোট নিয়ে শ্রদ্ধার বিচারে দ্বিতীয় স্থানে ধোনি!
[আরও পড়ুন: ‘ওপেন করার জন্য ভিক্ষাও চেয়েছি’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি শচীনের]
দেখা গিয়েছে, সেই তালিকায় দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়ক রয়েছেন শচীনেরও আগে। বর্তমান ভারত অধিনায়ক কোহলিকেও পিছনে ফেলেছেন। শিল্পপতি রতন টাটা আছেন তিন নম্বরে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা চারে। মাইক্রোসফট কর্ণধার বিল গেটস পাঁচে। শচীন আছেন তারপর। ৫.৮১ শতাংশ ভোট নিয়ে ছ’নম্বরে। কোহলি সাতে। তাঁর প্রাপ্ত ভোট ৪.৪৬ শতাংশ। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধেয় ভারতীয় হিসেবে নির্বাচিত হয়েছেন বক্সার মেরি কম। কিন্তু ভারতীয় টিমে না থেকেও ধোনি ম্যানিয়া আজও কোন জায়গায়, বোঝা গেল?
The post ভারতে শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকায় মোদির পরেই নাম ধোনির appeared first on Sangbad Pratidin.