shono
Advertisement

‘এদেশে ধোনির থেকে বড় ক্রিকেটার আর কেউ নেই’, বলছেন একসময়ের সতীর্থ হরভজন

অধিনায়ক ধোনি যা ধরেছেন, তাতেই সোনা ফলিয়েছেন।
Posted: 04:03 PM Apr 21, 2023Updated: 04:07 PM Apr 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই দেশে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) থেকে ‘বড় ক্রিকেটার’ আর কেউ নেই। যে সে নন, ধোনির দীর্ঘদিনের সতীর্থ হরভজন সিং (Harbhajan Singh) এমনই মন্তব্য করেছেন।

Advertisement

ধোনির নেতৃত্বে ভারত ২৮ বছর পরে বিশ্বচ্যাম্পিয়ন হয়। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ধোনিরই নেতৃত্বে। আইপিএলেও ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস সাফল্যের মুখ দেখে। চার বার চ্যাম্পিয়ন হয় চেন্নাই।

[আরও পড়ুন: নাইটদের বিরুদ্ধে জয় দিল্লির, সৌরভের মনে পড়ে গেল তাঁর অভিষেক টেস্টের কথা]

 

প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি ম্যাচে সিএসকে-কে নেতৃত্ব দেওয়ার জন্য আইপিএলের রেকর্ড বইতে ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন ধোনি। হরভজন বলেন, ”মহেন্দ্র সিং ধোনি এক এবং অদ্বিতীয়। ভারতে ওর থেকে বড় ক্রিকেটার আরে কেউ নেই। ওর থেকে অনেকেই হয়তো বেশি রান করেছে। ওর থেকে বেশি উইকেটও নিয়েছে অনেকে। কিন্তু ধোনির থেকে বেশি অনুরাগীর সংখ্যা নেই এই দেশে।”

ধোনি মানে আবেগের বিস্ফোরণ। ধোনি মানে জয়ধ্বনি। জনপ্রিয়তার নিরিখেও তিনি উপরের দিকেই। সেই ধোনি সম্পর্কে ভাজ্জি বলছেন, ”সতীর্থদের সম্মান করে মাহি। ওর প্রতি ভক্তদের যে সমর্থন, ভালবাসা বর্ষিত হয়, তা হৃদয়ে বন্দি করে রেখে দিয়েছে ধোনি। ১৫ বছর ধরে এই ভালবাসা, আবেগ নিজের মনের কোণে রেখে জমা রেখেছে ধোনি। তবুও ওর মধ্যে কোনও পরিবর্তন নেই।”

[আরও পড়ুন: কারও কাছে ৭০-৮০টা, কেউ করছেন হা-পিত্যেশ! CSK-KKR ম্যাচের টিকিট নিয়ে বিবাদ সিএবিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement