সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), আইপিএলের ময়দানে যেন সমার্থক শব্দ। আজও চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্লোগান ওঠে তাঁর নামে। ধোনিকে ছাড়া অপূর্ণ হলুদ জার্সিদের উন্মাদনা। কিন্তু রবিবার রাজস্থানের বিরুদ্ধে কি চেন্নাইয়ের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামছেন থালা?
চলতি আইপিএলের (IPL 2024) শুরু থেকেই গুঞ্জন ছিল, মরশুম শেষে সরে যেতে পারেন ধোনি। চোট-আঘাত প্রথম থেকেই তাঁকে সমস্যায় ফেলেছে। ব্যাট করার সময়ও তাঁকে ভুগিয়েছে হাঁটুর চোট। অনেক পরে ব্যাট করতে নামছেন। রান নিতেও সমস্যা হচ্ছে। চেন্নাই ম্যানেজমেন্টও মাহিকে নিয়ে উদ্বেগ জানিয়েছে। অধিনায়কত্ব তুলে দিয়েছেন রুতুরাজের হাতে। ক্রিকেট জীবনের প্রথম লগ্নের মতো লম্বা চুল রাখতে দেখে গুঞ্জন আরও শক্তিশালী হচ্ছে।
[আরও পড়ুন: সুনীল ছাড়াই বিশ্বকাপ যোগ্যতা অর্জনের প্রস্তুতি শুরু ভারতের, কবে আসছেন ভারত অধিনায়ক?]
চেন্নাইকে পাঁচবার আইপিএল ট্রফি দিয়েছেন তিনি। যদিও এবার লিগ টেবিলে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে তারা। ১২ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১২। প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে মরণ-বাঁচন ম্যাচে সঞ্জু স্যামসনের রাজস্থানকে হারাতেই হবে। তার পরের ম্যাচ বিরাটদের সঙ্গে বেঙ্গালুরুতে। প্লে অফে উঠলে যদিও চিপক স্টেডিয়ামে খেলতে পারবেন ধোনিরা। ফাইনালও হবে এই মাঠে। সোশাল মিডিয়ায় ম্যাচের পর অপেক্ষা করতে বলা হয় ভক্তদের। যা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক জটিল হিসেব-নিকেশ। আপাতত সত্যি এটাই যে, চেন্নাইয়ের মাঠে হয়তো লিগের শেষ ম্যাচ খেলতে চলেছেন ধোনি। শেষ চারে ওঠার লড়াইয়ের সঙ্গে সেই আশঙ্কাও ঘুরছে মাহি ভক্তদের মধ্যে। মাঝে দুই মরশুম পুণে সুপার জায়ান্টসে খেলেছেন। ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের সঙ্গে যে যাত্রার শুরু, তা থেমে যেতে পারে রবিবার। পরের মরশুমেও মাঠে নামবে চেন্নাই। কিন্তু ধোনিকে ছাড়া হয়তো পূর্ণতা পাবে না চিপকে হলুদ জার্সির ঝড়।