shono
Advertisement

Breaking News

MS Dhoni

'কুল' ধোনিও রাগেন! ক্রুদ্ধ এমএসডির অজানা কাহিনি ফাঁস প্রাক্তন সতীর্থের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও আইপিএলে গত মরশুমেও মাঠে নেমেছেন ধোনি।
Published By: Biswadip DeyPosted: 12:43 PM Sep 14, 2024Updated: 12:43 PM Sep 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি 'ক্যাপ্টেন কুল'। ঠান্ডা মাথায় প্রতিপক্ষের রণকৌশলকে ব্যর্থ করে দলকে জয় এনে দিয়েছেন বরাবর। কিন্তু এহেন মহেন্দ্র সিং ধোনিও সব সময় 'কুল' থাকতে পারেননি। মাথাগরম করে ফেলেছেন। এমনই এক অজানা কাহিনি ফাঁস করেছেন তাঁরই একদা সতীর্থ।

Advertisement

সুব্রমনিয়াম বদ্রিনাথ। একসময় ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে খেলেছেন তিনি। সম্প্রতি এক খেলা সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''ও-ও মানুষ। মাথা গরম ওরও হত। তবে মাঠে এটা বুঝতে দিত না বিপক্ষকে। চেন্নাইয়ে আরসিবির সঙ্গে ম্যাচে আমরা ১১০ রান তাড়া করছিলাম। পর পর উইকেট হারিয়ে ফেলে শেষপর্যন্ত ম্যাচটা আমরা হারি। আমি অনিল কুম্বলে মারতে গিয়ে আউট হই। এলবিডবলিউ হয়েছিলাম। ড্রেসিংরুমে ঢুকে দাঁড়িয়ে আছি, ধোনি ঢুকল। পাশেই একটা ছোট বোতল ছিল। সেটাকে লাথি মেরে পার্কে পাঠিয়ে দিল। আমার কেউ ওর চোখের দিকেই তাকাতে পারছিলাম না।''

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেলেও এখনও ধোনির জনপ্রিয়তা একই রকম রয়ে গিয়েছে। দু-দুটো বিশ্বকাপ তাঁর হাতে উঠেছে। সবুজ ময়দানে রচনা করেছেন অসংখ্য গৌরবময় ইতিহাস। ভারত তো বটেই, গোটা বিশ্বেই রয়েছে তাঁর অসংখ্য ফ্যান। হেলিকপ্টার শট কিংবা প্রত্যুৎপন্নমতিত্বই কেবল নয়, তাঁর ঠান্ডা মাথাও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। চূড়ান্ত প্রতিকূল অবস্থাতেও খেলা ঘোরাতে যা অমোঘ হাতিয়ার হয়ে উঠত। কিন্তু এহেন 'কুল'ও যে সব সময় মাথা ঠান্ডা রাখতে পারতেন না তা জানিয়ে দিলেন বদ্রিনাথ।

উল্লেখ্য, ধোনির ক্রিকেট ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও আইপিএলে গত মরশুমেও মাঠে নেমেছেন এমএসডি। কিন্তু এবারে তাঁর কী হবে, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ধোনি নিজেও মুখে কুলুপ এঁটেছেন। তাই সকলেই তাকিয়ে মেগা অকশনের দিকে। সেখানেই জানা যাবে ধোনির ভবিষ্যৎ কী হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি 'ক্যাপ্টেন কুল'। ঠান্ডা মাথায় প্রতিপক্ষের রণকৌশলকে ব্যর্থ করে দলকে জয় এনে দিয়েছেন বরাবর।
  • কিন্তু এহেন মহেন্দ্র সিং ধোনিও সব সময় 'কুল' থাকতে পারেননি। মাথাগরম করে ফেলেছেন।
  • এমনই এক অজানা কাহিনি ফাঁস করেছেন তাঁরই একদা সতীর্থ।
Advertisement