shono
Advertisement

Breaking News

উইকেটকিপার থেকে সোজা স্টান্টম্যান ধোনি, দেখেছেন ভিডিওটি?

ট্রাই করবেন নাকি এমন স্টান্ট? The post উইকেটকিপার থেকে সোজা স্টান্টম্যান ধোনি, দেখেছেন ভিডিওটি? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Jul 31, 2018Updated: 08:04 PM Jul 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ক্যাপ্টেন যে এখনও কতটা ‘কুল’, তা এখনও প্রতিপদেই বোঝা যায়৷ দু’দিন আগেই তাঁর নতুন চুলের ছাঁট তাক লাগিয়েছে৷ তাঁর মোহক হেয়ারস্টাইলে ফের মজেছে অনুগামীদের মন৷ আর এবার তো উইকেটকিপার থেকে রীতিমতো স্টান্টম্যান হয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনি৷

Advertisement

[অতীত বিশ্বকাপের ব্যর্থতা, হাল্কের সঙ্গে ছুটি কাটাচ্ছেন চনমনে মেসি]

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ৷ বুধবার শুরু টেস্ট সিরিজ৷ তাই আপাতত ছুটির মেজাজে ধোনি৷ ইংল্যান্ড সিরিজেও তাঁর স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে৷ কিন্তু তিনি যে এই বয়সেও কতটা ফিট তা উইকেটের পিছনে দাঁড়িয়ে আর রানিং বিটুইন দ্য উইকেটেই জানান দেন মাহি৷ পাওয়ার হিটিং এখনও তাঁর পারফরম্যান্সের অন্যতম অস্ত্র৷ আর খেলা থেকে বিরতি নিলেও কসরত থেকে নেন না৷ তাই তো ৩৭ বছরের ধোনি যা করতে পারেন, তা অনেকের পক্ষেই অসম্ভব৷ এই যেমন এই ভিডিওটি৷ সোশ্যাল মিডিয়ায় ধোনির পোস্ট করা এই ভিডিও দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ৷ এই বয়সেও এতখানি ফিট! ভিডিও দেখার পর ঠিক এমনই প্রতিক্রিয়া তাঁর ভক্তদের৷ এতো শুধু শরীরচর্চা নয়, রীতিমতো স্টান্ট৷ আর মাহি সে স্টান্ট করছেন হাসি মুখে৷ যেন কোনও ব্যাপারই না৷

একটি লাঠিকে মুখে ধরে বাইসাইকেলে চেপে বসেছেন৷ চোখে সানগ্লাস, কানে হেডফোন৷ প্যাডেলে পা না রেখেই দুই পা দু’দিকে ছড়িয়ে দিয়ে বৃষ্টির মধ্যেই এগিয়ে নিয়ে গেলেন বাইসাইকেল৷ ইনস্টাগ্রামে ধোনির পোস্ট করা এই ভিডিওই এখন ভাইরাল৷ পোস্টে তিনি লিখেছেন, “শুধু মজা করতেই এমনটা করা৷ আপনারাও বাড়িতে চেষ্টা করুন৷” তবে সত্যিই কি যে কেউ কি এ স্টান্ট করতে পারবেন? সন্দেহ আছে৷ কারণ সবাই তো আর ক্যাপ্টেন কুল নন৷

[ক্লাবে না থেকেও মোহনবাগানের সমস্যা মেটাচ্ছেন সৃঞ্জয়-দেবাশিস]

সম্প্রতি জনপ্রিয়তার নিরিখে শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন ঝাড়খণ্ডের রাজপুত্র৷ তাঁর নয়া ভিডিও ফিট থাকার অনুপ্রেরণা জোগাচ্ছে অনুগামীদের৷ মাঠের মতো মাঠের বাইরেও মাহি ম্যাজিকে মোহিত দেশবাসী৷

The post উইকেটকিপার থেকে সোজা স্টান্টম্যান ধোনি, দেখেছেন ভিডিওটি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement