সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে ২৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন। মাইলফলক ছোঁয়ার ম্যাচেই নয়া রেকর্ড গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে (IPL 2024) নয়া নজিরের মালিক হলেন ক্যাপ্টেন কুল। ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকাতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। কিন্তু আইপিএলের ইতিহাসে এই নজির গড়ে ফেললেন মাহি।
[আরও পড়ুন: চেন্নাই দলে ফিরছেন পূজারা? নয়া বার্তায় উসকে দিলেন জল্পনা]
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে চেন্নাই। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ইনিংসের একেবারে শেষ ওভারে ব্যাট করতে নামেন ধোনি। শেষ ওভারে বল করতে এসেছিলেন অধিনায়ক হার্দিক নিজেই। দ্বিতীয় বলে আউট করে দেন 'ধুঁকতে থাকা' ড্যারিল মিচেলকে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে আট নম্বরে ব্যাট করছেন ধোনি। তবে এদিন এলেন ছয়ে। আর নেমেই ছয়ের বৃষ্টি শুরু হল তাঁর ব্যাট থেকে।
২০তম ওভারের তৃতীয় বল সোজা উড়িয়ে দেন মাঠের বাইরে। হার্দিক পাণ্ডিয়ার পরের ডেলিভারিরও একই হাল হয়। পঞ্চম বলও ফের গ্যালারিতে পাঠান মাহি। যদিও শেষ বলে ব্যাট ঘুরিয়েও ছক্কা হয়নি, দুই রানে সন্তুষ্ট থাকতে হয় ক্যাপ্টেন কুলকে। ততক্ষণে অবশ্য আইপিএলে নজির গড়ে ফেলেছেন 'মাত্র' ৪২ বছর বয়সে। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এই টুর্নামেন্টে নিজের প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়েছেন। উল্লেখ্য, এর আগেও প্রথম তিন বলে তিন ছক্কার সাক্ষী থেকেছে আইপিএল। কেকেআরের হয়ে এই রেকর্ড ছিল সুনীল নারিনের।
[আরও পড়ুন: সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ, ঐতিহাসিক জয় দিয়েই বর্ষবরণ নাইটদের]