shono
Advertisement

Breaking News

আগামী বছর আইপিএলে চেন্নাই জার্সিতে খেলতে চান না ধোনি! নিজেই দিলেন ইঙ্গিত

তবে কি অবসর ঘোষণার পথে ক্যাপ্টেন কুল?
Posted: 11:18 AM Nov 02, 2021Updated: 11:57 AM Nov 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে জানিয়েছিলেন, আগামী বছর চিপকে তাঁর জন্য গলা ফাটানোর সুযোগ পাবেন দর্শকরা। চেন্নাই সুপার কিংস সমর্থকদের থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছেন। তাই চিপকের বাইশ গজে না খেলে আইপিএলকে (IPL 2022) বিদায় জানাবেন না। ফলে এটুকু নিশ্চিত হওয়া যায় যে মেগা টুর্নামেন্টের আগামী মরশুমেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু এবার শোনা গেল, আইপিএলে খেললেও সিএসকে জার্সিতে নাকি খেলতে চাইছেন না ক্যাপ্টেন কুল।

Advertisement

তাঁর হাত ধরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ‘ধোনির (MS Dhoni) বয়স হয়ে গিয়েছে’ বলে যাঁরা খোঁচা দিয়েছিলেন, তাঁদের ভুল প্রমাণ করে দলকে ট্রফি এনে দিয়েছেন। সদ্য সমাপ্ত মরশুমে আইপিএল খেতাব জিতে বুঝিয়ে দিয়েছিলেন বয়স কেবল সংখ্যামাত্র, ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে। সেই ধোনিই এবার ইচ্ছাপ্রকাশ করলেন চেন্নাই কর্ণধার এন শ্রীনিবাসনের কাছে। মাহি নাকি বলেছেন, তিনি চান না এবারও চেন্নাই তাঁকে রিটেন করুক। কিন্তু কী এমন হল, যাতে এমন কথা শোনা গেল ধোনির মুখে?

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের কাছে লজ্জার হারের পর হুমকির মুখে কোহলিকন্যা, পাশে দাঁড়ালেন ইনজামাম]

চেন্নাই (CSK) ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল, কোনও ক্রিকেটারকে রেখে দেওয়ার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ধোনিই। কিন্তু ধোনির গলায় অন্য সুর। আসলে ক্যাপ্টেন কুল নাকি জানিয়েছেন, তাঁকে রিটেন করতে দলের মোটা অঙ্কের খরচ হবে। তেমনটা হোক তিনি চান না। শ্রীনিবাসন জানান, “ক্রিকেটার রেখে দেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের (BCCI) কিছু নির্দিষ্ট পলিসি রয়েছে। আর ধোনি চান না তাঁকে রাখার জন্য দলের এত অর্থ খরচ হোক।”

আইপিএলের রিটেনশনের নিয়ম অনুযায়ী, মোট চারজন ক্রিকেটারকে রেখে দিতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে প্রথম ক্রিকেটারের জন্য ১৬ কোটি খরচ করতে হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ক্রিকেটারের জন্য খরচ যথাক্রমে ১২, ৮ ও ৬ কোটি টাকা। অর্থাৎ প্রথম পছন্দ হিসেবে ধোনিকে রাখতে খরচ ১৬ কোটি টাকা। কিন্তু চেন্নাই অধিনায়ক চান না, তাঁকে এত অর্থের বিমিনয়ে রাখা হোক। কারণ নিলামে নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ৯০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে দলগুলি। সেখানে ধোনি-সহ চারজনকে রাখলে ৪২ কোটি আগেই শেষ হয়ে যাবে সিএসকে’র। ব্যক্তিগত স্বার্থ ভুলে দলের ভবিষ্যতের কথা ভেবেই তাই আগেভাগে সতর্ক করছেন ধোনি। এক্ষেত্রে চেন্নাই যদি ধোনিকে ছেড়ে দেয়, তাহলে আগামী মরশুমে অন্য কোনও দলের জার্সিতে দেখা যেতেই পারে এমএসকে।

[আরও পড়ুন: ওড়ালেন অবসরের জল্পনা, ফের বার্সেলোনায় ফিরতে চান লিওনেল মেসি]

এদিকে, আগামী পাঁচ বছর আইপিএল সম্প্রচারের সত্ত্ব চেয়ে যৌথভাবে লড়াইয়ে নামতে পারে সোনি ও আমাজন প্রাইম। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে খেলার সম্প্রচারের সত্ত্ব পেতে আগ্রহী আমাজন। আগামী ডিসেম্বরেই সম্প্রচার সংক্রান্ত নিলাম হওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement