shono
Advertisement
MS Dhoni

বড়দিনে মেয়ের জন্য সান্তা সাজলেন ধোনি, নিমেষে ভাইরাল সাক্ষীর পোস্ট করা ছবি

সাক্ষী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরো ধোনি পরিবারের একটি ছবি পোস্ট করেছেন। দেখুন ছবিগুলি।
Published By: Subhajit MandalPosted: 07:58 PM Dec 25, 2024Updated: 08:06 PM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমি শেষ যে কটা বছর ক্রিকেটটা খেলতে পারছি, সেই বছরগুলি উপভোগ করতে চাই।" কিছুদিন আগে এক বিজ্ঞাপনী শুটিংয়ে কথাগুলি বলছিলেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনি জীবনটাকে চুটিয়ে উপভোগ করছেন শুধু ক্রিকেট মাঠে নয়। ক্রিকেট মাঠের বাইরেও। যার প্রমাণ স্ত্রী সাক্ষীর পোস্ট করা একটি ছবি।

Advertisement

এমনিতে অবসরের পর সেভাবে শিরোনামে থাকতে পছন্দ করেন না ধোনি। সোশাল মিডিয়া থেকেও দূরে থাকেন। নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই বেশি স্বচ্ছন্দ্য কিংবদন্তি অধিনায়ক। তবে পরিবারের সদস্যদের জন্য মাহি পুরোপুরি ফ্যামিলি ম্যান। সেকারণেই সম্ভবত মেয়ে জিভার অনুরোধে বড়দিনে সান্তাক্লজ সাজলেন তিনি।

সাক্ষী সিং ধোনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরো ধোনি পরিবারের একটি ছবি পোস্ট করেছেন। তাতে মাহিকে দেখা গিয়েছে সান্তাক্লজের সাজে। সান্তার মতো দাঁড়ি-গোফ লাগিয়ে লাল-সাদা পোশাক পরে জিভা এবং সাক্ষীর সঙ্গে পোজ দিয়েছেন তিনি। জিভাও বাবার মতো লাল-সাদা পোশাক পড়েছে। সাক্ষী অবশ্য অফ-শোল্ডার একটি পোশাকে অন্যরকম অবতারে ধরা দিয়েছেন।

ধোনি এই মুহূর্তে খেলার মধ্যে নেই। তবে আগামী মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে খেলার জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাক্ষী সিং ধোনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরো ধোনি পরিবারের একটি ছবি পোস্ট করেছেন।
  • মাহিকে দেখা গিয়েছে সান্তাক্লজের সাজে।
  • সান্তার মতো দাঁড়ি-গোফ লাগিয়ে লাল-সাদা পোশাক পরে জিভা এবং সাক্ষীর সঙ্গে পোজ দিয়েছেন তিনি।
Advertisement