সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত গরম। তাতেই বেহাল জীবন। বাংলায় একরকম, আবার রাজধানী দিল্লিতে একরকম। এখানে এখন আর্দ্রতা ভিলেন, ওখানে আবার সারা গায়ে জ্বালাপোড়া হওয়ার মতো অবস্থা। আর এমন অবস্থাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও মুকেশ আম্বানি। গরমে তাঁরাও ছিলেন কাহিল। আর তার থেকে বাঁচতে দুজনেরই ভরসা ছিল ORS।
ছবি 'X' হ্যান্ডেল থেকে সংগৃহীত
তৃতীয়বার দিল্লির মসনদে নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর শপথগ্রহণের সাক্ষী থাকতে রাষ্টপ্রতি ভবনে বলিউডের একাধিক তারকা গিয়েছিলেন। শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমার, অনিল কাপুর, রজনীকান্ত, বিক্রান্ত মাসেও ছিলেন। শাহরুখ গিয়েছিলেন নিজের ম্যানেজার তথা ছায়াসঙ্গী পূজা দদলানির সঙ্গে। বসেছিলেন মুকেশ আম্বানির পাশে। নিবিড় আলোচনার মাঝে ওরাল রিহাইড্রেশন সল্টস (ORS) দিয়ে গলা ভেজাতে ভুলছিলেন না।
[আরও পড়ুন: ‘হিন্দু বলেই এই পরিণতি?’, কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানায় সরব সাংসদ কঙ্গনা]
প্রসঙ্গত, কিছুদিন আগে আইপিএল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ ছিল। যাতে হায়দরাবাদকে হারিয়েছিল কেকেআর। দল জেতার পরে মাঠে নেমে উদযাপন করতেও দেখা গিয়েছিল শাহরুখকে। কিন্তু এর পরই ঘটে অঘটন। অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
জানা যায়, তীব্র গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান। প্রবল ডিহাইড্রেশন হয়েছিল তাঁর। শাহরুখের অসুস্থতার খবর পেয়েই আহমেদাবাদে গিয়েছিলেন গৌরী। তার পর থেকে নাকি কড়া নজরদারিতে রয়েছেন বলিউডের 'জওয়ান'। এমনকী, আইপিএল ফাইনালেও তাঁকে মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছিল। যদিও জেতার উচ্ছ্বাসে বারবার তা খুলে ফেলছিলেন শাহরুখ। কিন্তু অসুস্থতাও পর থেকে বাড়তি সতর্ক তিনিও। তাই তো দিল্লির প্রবল গরমে হাতে ORS রেখেছেন। মুকেশ আম্বানিও (Mukesh Ambani) স্বাস্থ্যের কথা ভেবেই ওরাল রিহাইড্রেশন সল্টসের স্মরণা পন্ন হয়েছে। তা নিয়ে আবার সোশাল মিডিয়ায় তুমুল হইচই।