shono
Advertisement

আরও ধনী মুকেশ আম্বানি! মোট সম্পত্তির পরিমাণ ছাড়াল ১০০ বিলিয়ন ডলার

জেফ বেজোস, এলন মাস্কের সঙ্গে একসারিতে রিলায়েন্স কর্ণধার!
Posted: 03:12 PM Oct 09, 2021Updated: 03:12 PM Oct 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুকুটে নয়া পালক। এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য হলেন তিনি। জেফ বেজোস (Jeff Bezos), এলন মাস্কের (Elon Musk) মতো শীর্ষস্থানীয় ধনকুবেরদের মতো তাঁরও সম্পত্তির পরিমাণ ছাড়াল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি।

Advertisement

শুক্রবার এই নয়া নজির গড়লেন তিনি। ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এবছর তাঁর সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। নিজের সম্পদের পরিমাণে নতুন মাইলফলক ছুঁলেন তিনি।
৬৪ বছরের মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য় সাম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গেও যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার রোজগার করেছে আম্বানির সংস্থা।

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার NCB অফিসার]

সব সময়ই নতুন নতুন ক্ষেত্রে পা রাখতে চেয়েছেন মুকেশ। গত জুনেই তাঁর সংস্থা পা রেখেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে। তিন বছরের জন্য ওই খাতে ১০ লক্ষ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি। এই নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের সাহসই তাঁকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে।

গত ১০ বছরে দেশের ধনীতম মুকেশ আম্বানি হলেও খুব দ্রুত তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছেন গৌতম আদানি। ২০২১ সালে যেখানে আম্বানির রোজগার বেড়েছে ৯ শতাংশ, সেখানে আদানির উপার্জন লাফিয়ে বেড়েছে ২৬১ শতাংশ। তাঁর সংস্থার বাজার মূলধন ৯ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যানের বিচারে, তিনি ১ লক্ষ কোটি টাকার পাঁচটি সংস্থার মালিক। এশিয়ার ধনীদের তালিকাতেও তিনি রয়েছেন রিলায়েন্স কর্ণধারের পরেই। তবে এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করে আম্বানি যে চমকে দিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: হিন্দুদের খুন করছে সন্ত্রাসবাদীরা! আবারও ভূস্বর্গ ছেড়ে পলায়ন কাশ্মীরি পণ্ডিতদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement