সংবাদ প্রতিদিন ডিজিটাল: মর্মান্তিক দুর্ঘটনা পাঞ্জাবের মোহালিতে। ভর সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। দুর্ঘটনার জেরে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেকেই। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে সেনাও।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ মোহালির সোহানা এলাকায় ছয়তলা হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা। দেখা যায় ছয়তলা ওই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজে হাত লাগায় সেনা। স্থানীয়দের দাবি, এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জিম রয়েছে। যেখানে অনেকেই শরীরচর্চা করছিলেন। প্রথম তলায় বাচ্চাদের টিউশন চলছিল। এবং তৃতীয় তলায় পেয়িং গেস্ট হিসেবে থাকতেন বেশ কয়েকজন যুবতী। দুর্ঘটনার জেরে তাঁরা সকলেই চাপা পড়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উদ্ধারকাজ চলাকালীন এক যুবতীকে উদ্ধার করা হয়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। পাশাপাশি দেখা যাচ্ছে আরও এক যুবতী আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। ক্যামেরার মাধ্যমে তাঁকে দেখা গেলেও উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। উদ্ধারকাজ চলছে ঠিকই তবে কতজন নিচে আটকে রয়েছেন তা স্পষ্টভাবে এখনই সম্ভব হচ্ছে না বলে জানান মোহালির পুলিশ সুপার দীপক পারিক। কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। যার জেরেই এই দুর্ঘটনা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, 'সোহানা এলাকায় একটি বহুতল ভেঙে পড়ার খবর পেয়েছি। প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। প্রার্থনা করছি যাতে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে।' পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, 'এই দুর্ঘটনার পিছনে যারা যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।' এছাড়া প্রশাসনের সঙ্গে স্থানীয়দেরও উদ্ধারকাজে হাত লাগানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।