সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে মুখ থুবড়ে পড়েছিল রূপালি পর্দার ব্যবসা। মহামারী আবহে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। সেই ক্ষতি সামাল দিতে এবার হাত মেলাচ্ছে দুই মাল্টিপ্লেক্স জায়ান্ট। মিশে যাচ্ছে দুই সংস্থা-পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)। রবিবার দীর্ঘ বৈঠকে পর এমনই ঘোষণা করলেন দুই সংস্থার কর্তারা। সংযুক্তিকরণ হচ্ছে দুই সংস্থার শেয়ারও। তবে এর জন্য চূড়ান্ত ছাড়পত্র দেবে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। সেই প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।
পিভিআর এবং আইনক্সের সংযুক্তিকরণ ভারতীয় সিনেমার ব্যবসায় এক নতুন সমীকরণ তৈরি করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দুই সংস্থার মিশে যাওয়ার পর নতুন নাম হচ্ছে, ‘পিভিআর আইনক্স লিমিটেড’ (PVR INOX LTD)। সংযুক্তিকরণের পর নয়া সংস্থায় পিভিআরের শেয়ার থাকছে ১০.৬২ শতাংশ এবং আইনক্সের শেয়ার থাকছে ১৬.৬৬ শতাংশ।
[আরও পড়ুন: ৪৯ মিনিটেই কুপোকাত প্রতিপক্ষ, প্রথমবার সুইস ওপেন চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত সিন্ধু]
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ৭২টি শহরের ১৬০ জায়গার ৬৭৫টি স্ক্রিনে সিনেমা দেখায় আইনক্স। আর পিভিআরের ৭৩ শহরের ১৮১ জায়গায় ৮৭১টি স্ক্রিন রয়েছে। এবার দুই সংস্থার ব্যবসা মিশে যাওয়ার পর ১০৯ শহরের ৩৪১ জায়গার দেড় হাজারের বেশি স্ক্রিনে সিনেমা দেখাবে তারা। প্রযুক্তিও হবে আরও উন্নত। তবে টিকিটের দামে রকমফের হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ‘পিভিআর আইনক্স লিমিটেড’-এর নয়া ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন অজয় বিজলি। তিনি বর্তমানে পিভিআরের চেয়ারম্যান। এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে বসছেন সঞ্জীব কুমার। আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবনকুমার জৈন হচ্ছেন নয়া বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান। নন এক্সিকিউটিভ নন-ইন্ডিপেন্ডন্ট ডিরেক্টর।