shono
Advertisement

Breaking News

মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে মৃত বেড়ে ৬, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস

কীভাবে ‘ফিট’ সার্টিফিকেট পায় ওই ব্রিজটি? উঠছে প্রশ্ন৷ The post মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে মৃত বেড়ে ৬, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:55 AM Mar 15, 2019Updated: 09:55 AM Mar 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন লাগোয়া ফুট ওভারব্রিজ ভেঙে মুম্বইয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ত্রিশেরও বেশি৷ আর এই দুর্ঘটনার দায় নয়াদিল্লির উপর চাপিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হল কংগ্রেস৷ বিজেপিকে বিঁধে অন্য ২০১৭ ও ২০১৮-তে ঘটে যাওয়া মুম্বইয়ের দুটি উল্লেখযোগ্য দুর্ঘটনার প্রসঙ্গ টানেন দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷ টুইটারে লেখেন, ‘রেলমন্ত্রীর দেওয়া বড় বড় প্রতিশ্রুতি, বারবার ব্যর্থ হচ্ছে৷ এখনই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ইস্তফা দেওয়া উচিত৷ অথবা তাঁকে পদচ্যুত করা উচিত৷’

Advertisement

[চুল প্রতিস্থাপনের দু’দিন পরই মৃত্যু মুম্বইয়ের ব্যাবসায়ীর]

এই ব্রিজ ভেঙে পড়া কাণ্ডে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, ছ’মাস আগে হওয়া অডিট রিপোর্টে ওই ব্রিজকে ‘ফিট’ বলে জানানো হয়েছিল৷ এবং সেই রিপোর্ট জমা পড়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে (বিএমসি)৷ রিপোর্টে বলা হয়, ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন লাগোয়া ওই ফুট ওভারব্রিজ ব্যবহারের উপযোগী৷ কিন্তু তারপরেও কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ গতকাল রাতেই ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ এই দুর্ঘটনার বিভাগীয় তদন্তের আশ্বাস দেন তিনি৷ মৃত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার৷

[কর্ণাটকে চূড়ান্ত কংগ্রেস-জেডিএস আসনরফা, জোট জট অব্যাহত বিহারে]

শনিবার সকালেও দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে৷ ভাঙা ব্রিজের তলায় এখনও কেউ চাপা পড়ে রয়েছে কিনা, তার’ই খোঁজ চলছে৷ প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা ব্রিজের তলায় চাপা পড়ে থাকতে পারে ৪০ জন৷ জানা গিয়েছে, সিএসটি লাগোয়া ওই ফুটব্রিজটি মেরামতির কাজ চলছিল এদিন সকাল থেকে৷ কিন্তু তা সত্বেও ব্রিজের উপর দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি না থাকায়, সকলেই ব্রিজটি ব্যবহার করছিলেন৷ মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার অমিতেশ কুমার জানান, ‘আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে অ্যাম্বুল্যান্স প্রবেশ করার রাস্তা তৈরি করে দিয়েছি৷ এখনও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না৷’

[এখনই পাইলটের আসনে ফেরা নয়, আপাতত ছুটিতে অভিনন্দন]

উল্লেখ্য, মাস কয়েক আগে আন্ধেরিতেও প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল একটি ব্রিজ৷ সেসময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ২০১৭ সালের সেপ্টেম্বরে এলফিনস্টোন স্টেশনের (বর্তমানে প্রভাদেবী) ফুটব্রিজ ভেঙে ২৩ জনের মৃত্যুর স্মৃতি এখনও ভোলেনি মুম্বইবাসী৷ তারই মধ্যে ফের বৃহস্পতিবারের ঘটনা৷ শহরের অন্যতম ব্যস্ত এই ফুটব্রিজ এভাবে ভেঙে পড়ায় সাময়িকভাবে সিএসটি সংলগ্ন রাস্তাগুলিতে প্রবল যানজট তৈরি হয়৷

The post মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে মৃত বেড়ে ৬, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement