shono
Advertisement

দেশবাসীকে বড়দিনের উপহার, তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের

তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। The post দেশবাসীকে বড়দিনের উপহার, তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:08 PM Dec 24, 2017Updated: 04:38 PM Dec 24, 2017

শ্রীলঙ্কা- ২০ ওভারে ১৩৫/৭ (গুণারত্নে ৩৬, উনাদকাট ১৫/২)

Advertisement

ভারত- ১৯.২ ওভারে ১৩৯/৫ (মনীশ পাণ্ডে ৩২, চামিরা ২২/২)

ভারত পাঁচ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর মুম্বইয়ে বিরাট কোহলির বিয়ের রিসেপশন। উপস্থিত থাকবেন ভারতীয় খেলোয়াড়রা। সেখানে নাকি থাকার কথা শ্রীলঙ্কার ক্রিকেটারদেরও। আর তাই প্রতি ম্যাচে তাড়াতাড়ি খেলা শেষ করে ফেলতে চেয়েছিলেন তাঁরা। মুম্বইয়ে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় যদি এ ধরনের কোনও জোকস বা মিম দেখতে পাওয়া যায়, তাহলে আর অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ রবিবারের ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের দেখলে অন্তত সেটাই মনে হবে আম দর্শকদের।

[ইন্দোরে রোহিতের শতরানের কথা আগেই জানতেন কাইফ!]

এদিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কম রান তুলে ভারতকে যেন ক্রিসমাসের উপহারই দিলেন অ্যাঞ্জেলো ম্যাথেউজরা। সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল। আর নিয়মরক্ষার ম্যাচটি পাঁচ উইকেটে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশও করল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় ওয়াংখেড়েতে প্রথমে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা রাখেন তাঁর বোলাররা। ১৮ রানের মধ্যেই তিন উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। ওই প্রাথমিক ধাক্কা কাটিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। মিডল অর্ডারে সমরবিক্রমা(২১), গুণারত্নে(৩৬) কিছুটা চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। একদম শেষ ওভারে অবশ্য ১৮ রান দিয়ে বসেন এদিন অভিষেক হওয়া মহম্মদ সিরাজ। আর সে জন্যই শ্রীলঙ্কার রান নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানের গণ্ডি পেরোয়।

[২০১৯ বিশ্বকাপে ধোনির টিকিট কনফার্মড, জানিয়ে দিলেন নির্বাচকরা]

কুড়ি-বিশের লড়াইয়ে ১৩৬ রান কখনই যথেষ্ট নয়। আর শ্রীলঙ্কার বোলাররাও সেরকম ভয়ঙ্কর কেউ নন। তবে শুরুতেই কে এল রাহুলের(৪) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু গত ম্যাচের নায়ক রোহিত এবং শেয়স আয়ার জুটি দলের হাল ধরেন। এরপর রোহিত(২৭) প্যাভিলিয়নে ফিরলে ক্রিজে আসেন মনীশ পাণ্ডে। দুই তরুণ-তুর্কি মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় ঘটে ছন্দপতন। দুর্ভাগ্যবশত আউট হন শ্রেয়স(৩০)। বাজে শট খেলে আউট হন হার্দিক পাণ্ডিয়াও(৪)। ২৩ বলে যখন ২৮ রান বাকি। তখন আউট হয়ে যান মনীশ পাণ্ডেও(৩২)। এরপর খেলা আরও উত্তেজক হয়ে পড়ে। শেষপর্যন্ত অবশ্য দীনেশ কার্তিক(১৮) ও প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(১৬) মিলে ৪ বল বাকি থাকতে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন। তবে ম্যাচে সীমিত পুঁজি নিয়েও যেভাবে লড়াই করল শ্রীলঙ্কা তা অবশ্যই প্রশংসনীয়।

[মুম্বইয়ে নিজেদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথায় রয়েছেন বিরুষ্কা?]

দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে যাওয়ার আগে এটাই ছিল ঘরের মাঠে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সফরের শুরু টেস্ট ক্রিকেট দিয়ে হলেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করাটা কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় ক্রিকেট দলকে।

 

The post দেশবাসীকে বড়দিনের উপহার, তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement