shono
Advertisement
Mumbai Indians

ভাঙছে একের পর এক ক্যামেরা, প্র্যাকটিসে খরচ বাড়াচ্ছেন মুম্বই ব্যাটাররা! দেখুন ভিডিও

একটা ভিডিও বানাতে ইতিমধ্যেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা।
Posted: 05:42 PM Apr 26, 2024Updated: 05:42 PM Apr 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ভালো ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে একের পর এক ম্যাচ হেরে যেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। ফর্মে ফিরতে নেটে ব্যাট হাতে লাগাতার অনুশীলন করছেন ব্যাটাররা। আর তাতেই বাড়ছে খরচের পাহাড়। সূর্যকুমারদের (Suryakumar Yadav) বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য একটা ভিডিও বানাতে ইতিমধ্যেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা।

Advertisement

কীভাবে জলের মতো বেরিয়ে গেল এত টাকা? উত্তর, ক্যামেরা ভেঙে। সূর্য-টিম ডেভিডরা (Tim David) যেভাবে নেটে প্র্যাক্টিস করছেন, তাতে এখনও পর্যন্ত ক্যামেরার পিছনে ৪০ হাজার টাকা খরচ হয়েছে মুম্বই কর্তৃপক্ষর। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তেমনটাই জানানো হয়েছে। নেটের অনুশীলনের সময় পিচের পাশে ক্যামেরা রাখা থাকে। বলের আঘাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্যামেরা ভেঙেছেন মুম্বই ব্যাটাররা। মরশুম শেষে সেই অঙ্কটা কোথায় যাবে, এখনই বলা যাচ্ছে না। ওই ভিডিওর ক্যাপশনে লেখা, "এই রিল বানাতে আমাদের ৪০০০০ টাকা খরচ হয়েছে।"

[আরও পড়ুন: বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব]

কিছু দিন আগেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সূর্যকুমার যাদবের ক্যামেরা ভাঙার দৃশ্য। তখন তিনি সদ্য চোট সারিয়ে ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা করছিলেন। সেই সময় প্র্যাকটিসে একাধিক ক্যামেরা ভাঙেন তিনি। পরে টিম ডেভিডের ব্যাটেও খরচ বেড়েছে মুম্বই কর্তৃপক্ষের। ওই ভিডিওয় প্রতিটি ক্যামেরার খরচের তালিকাও দেওয়া আছে।

প্র্যাকটিসে যাই করুক না কেন, মাঠে এখনও সাফল্য খুঁজে বেড়াচ্ছেন মুম্বইয়ের তারকারা। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া একেবারেই চেনা ছন্দে নেই। লিগ তালিকায় অষ্টম স্থানে পড়ে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট তাদের। প্লে অফে ওঠার জন্য শনিবার দিল্লির বিরুদ্ধে একপ্রকার মরণ-বাঁচন ম্যাচ। ফলে শুধু ক্যামেরা ভাঙা নয়, মাঠে বিপক্ষের মনোবল ভাঙার দিকেও তাকিয়ে থাকবেন ভক্তরা।

[আরও পড়ুন: ‘পার্স ভুলে গিয়েছি, ৬০০ টাকা পাঠান’, ইনস্টাগ্রামে ভক্তদের কাছে আর্জি ‘ধোনি’র!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি আইপিএলে ভালো ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স।
  • ফর্মে ফিরতে নেটে ব্যাট হাতে লাগাতার অনুশীলন করছেন ব্যাটাররা।
  • সূর্যকুমারদের বিধ্বংসী ব্যাটিংয়ে ইতিমধ্যেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা।
Advertisement