সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বিতর্ক আর বিপর্যয়ের মধ্যে দিয়েই শেষ হল মুম্বইয়ের অভিযান। রোহিত-রূপকথাও কি শেষ হয়ে গেল মুম্বইয়ে? নতুন বছর কি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন হিটম্যান? তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন, কৌতূহল। মুম্বইয়ে রোহিতের (Rohit Sharma) ভবিষ্যৎ প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেন, ''আমার কাছে রোহিত নিজেই নিজের ভাগ্যনিয়ন্তা।''
পরের মরশুমে মেগা নিলাম। কী হবে কেউ জানেন না। বাউচারও নন। তিনিও আশা-নিরাশার দোলাচলে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার দুভাগে ভাগ করছেন এবারের রোহিতের পারফরম্যান্স। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান। লখনউয়ের বিরুদ্ধে একসময়ে কথা বলতে শুরু করেছিল তাঁর ব্যাট। কিন্তু এই বছরটা বোধহয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে নিরাশারই বছর।
[আরও পড়ুন: আজ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল, ইস্টবেঙ্গল আর ট্রফির মাঝে দাঁড়িয়ে এক বঙ্গ কোচ]
রোহিতকে নিয়ে যখন ধেয়ে আসছে একের পর এক প্রশ্ন, তখন প্রোটিয়া উইকেটকিপারও জিজ্ঞাসা করেছিলেন হিটম্যানকে, ''এর পরে কী? হোয়াটস নেক্সট?'' বাউচার বলছেন, ''আমার সঙ্গে রোহিত শর্মার কথা হয়েছিল। চলতি বছরের অবস্থা আমরা আলোচনা করি। আমি রোহিতকে জিজ্ঞাসা করেছিলাম, এর পরে কী? রোহিত বলেছিল, বিশ্বকাপ।'' বিশ্বকাপ এখন পাখির চোখ রোহিত শর্মার কাছে। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ায় রোহিত-হার্দিক-বুমরাহ-সূর্যকুমাররা যে বিশ্বকাপের উপর পুরোদস্তুর ফোকাস করবেন, তা বলাই বাহুল্য।
বিশ্বকাপের দলঘোষণা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। দুধাপে মার্কিন মুলুকে পৌঁছবে দল। ১ জুন ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। ৫ তারিখ থেকে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপে নেমে পড়বে ভারত।