সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই বনাম কলকাতা ম্যাচের টিকিট ঘিরে শনিবার শহরে ধুন্ধুমার কাণ্ড৷ টাকা দিয়েও মিলছে না টিকিট৷ রমরমিয়ে চলছে কালোবাজারি৷ এমনকী টিকিট কাটতে এসে পুলিশের হাতে মারও খেতে হচ্ছে৷ এমনই অভিযোগ তুললেন ক্রেতারা৷
[পাঞ্জাবকে হারিয়ে চলতি আইপিএলে জোড়া রেকর্ডের মালিক রোহিত]
গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই এক্সপ্রেসকে থামিয়ে দিয়েছে কার্তিক অ্যান্ড কোং৷ আর তাতেই নতুন করে আইপিএল জমিয়ে দিয়েছে কেকেআর৷ বুধবার লড়াই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে৷ একেতে ছুটির দিন৷ তার উপর গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মহারণ৷ সবমিলিয়ে আইপিএলে আগামিকালের ম্যাচ নিয়ে শহরবাসীর উত্তেজনা তুঙ্গে৷ আর তার আগেই সরগরম ময়দান৷ টিকিটের চাহিদা তুঙ্গে৷ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পরদিন থেকেই মুম্বই ম্যাচের টিকিটের চাহিদা ছিল চোখে পড়ার মতো৷ এ ম্যাচেও গ্যালারি হাউসফুল হবে বলেই আশা করা হচ্ছে৷ কিন্তু এরই মধ্যে ক্রেতারা অভিযোগ তুলতে শুরু করেছেন, টাকার বিনিময়েও টিকিট পাচ্ছেন না তাঁরা৷ সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে টিকিট কাটতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসছে পুলিশ৷ এমনকী রাস্তায় ফেলে এক যুবককে বেধড়ক মারধরও করা হয়৷ তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷ সংবাদমাধ্যমের ক্যামেরা সামনে আসতেই সেখান থেকে সরে যায় পুলিশ৷ কেন মারা হচ্ছে ক্রেতাদের, এ বিষয়ে কোনও সদুত্তরও দিতে পারেননি তাঁরা৷ মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ৷ ক্রেতাদের অভিযোগ, মহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরের টিকিট কাউন্টারে বারবার লাইনের মধ্যে ঢুকে পড়ে পুলিশই টিকিট নিয়ে চলে যাচ্ছে৷ এক-একবার দু-তিনটি করে টিকিট নিজেরাই পকেটে পুরছে তারা৷ যে কারণে টিকিটের আকাল দেখা দিয়েছে৷ আর তাই শুরু হয়ে গিয়েছে কালোবাজারি৷
[গঙ্গাপারে থামল চেন্নাই এক্সপ্রেস, গিল-কার্তিক জুটির কাছে হার ধোনির চেন্নাইয়ের]
অর্থাৎ চড়া দামে টিকিট কিনে ইডেন যাওয়া ছাড়া উপায় নেই ক্রিকেটপ্রেমীদের৷ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তাঁরা৷ আর সবচেয়ে বিরক্ত পুলিশের ভূমিকায়৷ কেন তাঁদের মার খেতে হল, সে নিয়েও ধন্দে তাঁরা৷ সবমিলিয়ে মাঠে বল গড়ানোর আগেই উত্তপ্ত বাইশ গজের বাইরের ময়দান৷
The post আইপিএলের টিকিট বিক্রি ঘিরে ধুন্ধুমার ময়দানে, উঠল কালোবাজারির অভিযোগ appeared first on Sangbad Pratidin.