সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2024) অভিযান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। লিগ টেবিলে সবার নিচে পড়ে রয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দল। মরশুমের শুরুতে তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দিলেও, সাফল্যের বদলে শুধু বিতর্কই ধাওয়া করেছে তাঁদের। আর আইপিএলের শেষ ম্যাচের আগে হার্দিক জানাচ্ছেন, তিনি ফলাফল নিয়ে একেবারেই ভাবেন না।
শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (LSG)। কেএল রাহুলের দলও প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। ফলে শুক্রবার উভয় দলের কাছেই সম্মানরক্ষার লড়াই। তার আগে মুম্বই অধিনায়ক বলেন, "আমার নেতৃত্ব দেওয়ার পদ্ধতি খুবই সহজ। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে আরও ১০ জন খেলছে, আমি এভাবেই ভাবি। মন্ত্রটা খুব সহজ। ক্রিকেটারদের সঙ্গে থাকো, তাদের আত্মবিশ্বাস দাও। যদি তারা ভালোবাসা পায়, তাহলে মাঠে ১০০ শতাংশের বেশি দেবে তারা। আমি প্লেয়ারদের থেকে শুধু সেটুকুই চাই।"
[আরও পড়ুন: বিরাটের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত, জানালেন সুনীল ছেত্রী]
যদিও এই পদ্ধতি মাঠে সেভাবে কাজ করতে দেখা যায়নি। বরং ১৩ ম্যাচের মধ্যে ৯টি হারতে হয়েছে। কিন্তু সেসব নিয়ে ভাবেন না হার্দিক। তিনি বলেন, "আমি ফল নিয়ে ভাবি না। বরং দেখি, প্লেয়াররা খেলাটাকে কীভাবে দেখছে। যদি মনে হয়, দলের প্রতি তাদের দায়বদ্ধতা সঠিক পথে আছে, তাহলে অবশ্যই তারা সুযোগ পাবে। সেটাই দলকে সাহায্য করবে।"
হার্দিক ফল নিয়ে না ভাবলেও, মুম্বই ভক্তরা একেবারেই খুশি নন। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মার বাদ পড়ার সময়ই বিতর্ক শুরু হয়। মুম্বই শিবিরও এই মুহূর্তে বিভক্ত বলে খবর পাওয়া যাচ্ছে। মরশুমের শেষে এসে হার্দিকের কাছে 'ফল'-এর গুরুত্ব স্বাভাবিক ভাবেই কমে গিয়েছে। এখন তাঁদের কাছে লখনউ ম্যাচ শুধুই সম্মানরক্ষার লড়াই।