shono
Advertisement

সিঙ্গল মাদারের সন্তান, স্কুলে ভরতি নিতে প্রিন্সিপালের আপত্তি ঘিরে তুমুল বিতর্ক

স্কুলে ভরতি হওয়া নিয়ে অন্ধকারে একরত্তির ভবিষ্যত৷ The post সিঙ্গল মাদারের সন্তান, স্কুলে ভরতি নিতে প্রিন্সিপালের আপত্তি ঘিরে তুমুল বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:27 PM Jun 16, 2019Updated: 01:27 PM Jun 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা এবং মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে৷ সেটাই বছর আটেকের শিশুর একমাত্র ‘অপরাধ’৷ তাই শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত একরত্তি৷ একাধিক স্কুলের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন মা৷ একাকী মায়ের সন্তানকে সামলানো স্কুলের শিক্ষক,শিক্ষিকাদের পক্ষে দুষ্কর – এই অজুহাতেই ভরতি নেওয়া হচ্ছে না তাকে৷ মুম্বইয়ের ভাসির এক স্কুলে সন্তানের মা এবং প্রিন্সিপালের কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটিজেনরা প্রিন্সিপালের ভূমিকার নিন্দায় সরব৷ তবে এখনও অন্ধকারে শিশুর ভবিষ্যত৷

Advertisement

[ আরও পড়ুন: পুলওয়ামায় ফের জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি উপত্যকায়]

ওই তরুণীর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই৷ সন্তানকে স্কুলে ভরতি করানোর জন্য এখনও এখানে-ওখানে ছুটে বেড়ানোই যেন রুটিন হয়ে গিয়েছে তাঁর৷ দিনকয়েক আগে মুম্বইয়ের ভাসির সেন্ট লরেন্সের মতো এক নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেকে ভরতি করাতে গিয়েছিলেন তিনি৷ একরত্তির স্কুলে ভরতির বিষয়ে প্রিন্সিপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তরুণী৷ আচমকাই প্রিন্সিপাল জানতে পারেন, শিশুর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ তাই একা মায়ের কাছে বেড়ে উঠছে সে৷ একথা শোনার পরই বদলে যায় স্কুলের প্রিন্সিপালের প্রতিক্রিয়া৷ এই স্কুলে এখন আর কোনও ছাত্রছাত্রীকে ভরতি নেওয়া হচ্ছে না বলেই সাফ জানিয়ে দেন প্রিন্সিপাল৷ যদিও তরুণী বলেন, ‘‘আমি জানি স্কুলে এই সময়ে ভরতি চলছে৷ শুধুমাত্র সিঙ্গল মাদার হওয়ায় আমার সন্তানকে স্কুলে ভরতি নেওয়া হল না৷’’

[ আরও পড়ুন: এটিএমে টাকা না থাকলে দিতে হবে জরিমানা, নয়া নির্দেশিকা RBI-এর]

স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথোপকথন রেকর্ড করেন ওই তরুণী৷ ওই ভিডিওতেই দেখা গিয়েছে প্রিন্সিপাল বলছেন, ‘‘আমরা সিঙ্গল মাদারের সন্তানকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারব না৷’’ পালটা তরুণী প্রশ্ন করেন, বাবা-মায়ের বিচ্ছেদ হলে তবে কি সন্তান স্কুলে পড়তে পারবে না? সেখানেও নেতিবাচক উত্তরই দেন প্রিন্সিপাল৷ ই-মেলের মাধ্যমে ছোট্ট এই ভিডিওটি স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন ওই তরুণী৷ স্কুল শিক্ষাদপ্তরে অভিযোগ জানানোর ভাবনাচিন্তাও করছেন তিনি৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রিন্সিপালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷

The post সিঙ্গল মাদারের সন্তান, স্কুলে ভরতি নিতে প্রিন্সিপালের আপত্তি ঘিরে তুমুল বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement