shono
Advertisement
Death by chhole

স্টোভে ছোলা সেদ্ধ করতে বসানোই কাল! বেঘোরে প্রাণ গেল দুই যুবকের

পুলিশের প্রাথমিক ধারণা, ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই দুই যুবক।
Published By: Subhajit MandalPosted: 11:08 AM Jan 12, 2025Updated: 11:08 AM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই যুবকের প্রাণ কাড়ল ছোলা সেদ্ধ! রাতে ছোলা সেদ্ধ বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই যুবক। সকালে ঘরের দরজা ভেঙে উদ্ধার হল তাঁদের দেহ। কীভাবে মৃত্যু হল? পুলিশের ধারণা বিষাক্ত গ্যাসে।

Advertisement

ঘটনাটি নয়ডার সেক্টর ৭০ এলাকার। দুই যুবক একটি ভাড়াবাড়িতে থাকতেন। একজন উপেন্দ্র। বয়স ২২। আর এক জন শিবম। বয়স ২২। নয়ডার ওই এলাকাতেই একটি খাবারের স্টল চালাতেন তাঁরা। বিক্রি করতেন ছোলে-ভাটুরে এবং কুলচা। দিনের বেলা দোকান চালাতেন। রাতে ভাড়া বাড়িতে খাবারের যতটা সম্ভব প্রস্তুত করে রাখতেন। পরদিন সকালে দোকানে বিক্রির জন্যই স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন তাঁরা। তাতেই ঘটে গেল দুর্ঘটনা।

পুলিশের প্রাথমিক ধারণা, ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই দুই যুবক। ফলে দীর্ঘক্ষণ স্টোভ জ্বলতে থাকে। সেদ্ধ ছোলা পুড়ে গিয়ে বাতাসে মিশতে থাকে বিষাক্ত গ্যাস। শীতের সময় ঘরের সব দরজা-জানালা বন্ধ থাকায় ঘরময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। পুলিশ মনে করছে, দীর্ঘক্ষণ আগুন জ্বলা এবং ছোলা পুড়ে যাওয়ায় ভিতর কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল অক্সিজেন। ছোলা পুড়ে গিয়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ঘর। সকালে সেই ধোঁয়া দেখতে পান প্রতিবেশীরা।

ধোঁয়া দেখে দরজা ভেঙে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। সেখানে তাঁরা দেখেন অচেতন অবস্থায় পড়ে দুই যুবক। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে মৃতদের দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ নিশ্চিত বিষাক্ত গ্যাসেই তাঁদের মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতে ছোলা সেদ্ধ বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই যুবক।
  • সকালে ঘরের দরজা ভেঙে উদ্ধার হল তাঁদের দেহ।
  • কীভাবে মৃত্যু হল? পুলিশের ধারণা বিষাক্ত গ্যাসে।
Advertisement