সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৭২।
শিল্পীর মৃত্য়ুর খবর সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পঙ্কজকন্যা নয়াব উদাস। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। পদ্মশ্রী পঙ্কজ উদাস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালবেলায় আমাদের সবাইকে ছেড়ে তিনি পরলোক গমন করেছেন।’
পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ উদাস। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
[আরও পড়ুন: গরীবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী]
মূলত, গজলের মধ্য়ে দিয়েই ভারতীয় সঙ্গীতজগতে ছাপ ফেলেছিলেন পঙ্কজ উদাস। তবে আটের দশকে একের পর এক হিন্দি ছবির গানেও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সঞ্জয় দত্ত অভিনীত ‘নাম’ ছবির ”চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’র মতো গানে মন জয় করেছিলেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়। পঙ্কজের গাওয়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’এর মতো অ্য়ালবামের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন পঙ্কজ উদাস।