সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই আগামী বুধবার ৫ আগস্ট অযোধ্যায় হবে বহু প্রতিক্ষিত রাম মন্দিরের (Ram Temple) ভূমিপুজো। আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এই অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণপত্রটি পাঠানো হল অযোধ্য জমি বিতর্কের অন্যতম মামলাকারী ইকবাল আনসারিকে (Iqbal Ansari)। যা পেয়ে খুশি ইকবাল। এছাড়াও আমন্ত্রণ করা হয়েছে পদ্মশ্রী মহম্মদ শরিফকেও।
[আরও পড়ুন: ওয়াগন বেঁচে ‘রেকর্ড লাভ’ পূর্ব রেলের, দুর্নীতির অভিযোগ একাংশ কর্মীর]
প্রথম আমন্ত্রণপত্রটি পেয়ে অবশ্য সেটাকে ‘ভগবান রামের ইচ্ছে’ বলে জানিয়েছেন ইকবাল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণপত্রটি আমাকে দেওয়া হয়েছে। আমার মনে হয়, এটা ভগবান রামের ইচ্ছা। আমি ওই আমন্ত্রণ গ্রহণ করেছি। অযোধ্যায় (Ayodhya) হিন্দু–মুসলিমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। মন্দিরের ওই জায়গাটি সবাই পুজো করে এবং খোদ প্রধানমন্ত্রী ভূমিপুজোতে আসছেন। মন্দির তৈরি হয়ে গেলে অযোধ্যাও বদলে যাবে। আরও সুন্দর হয়ে যাবে আমাদের শহর। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তীর্থযাত্রীরা এখানে আসবেন। শহরের মানুষের কাজের সুযোগও বাড়বে। এখানকার মানুষ গঙ্গা–যমুনা সংস্কৃতিতে বিশ্বাস করেন। তাই কারোর মধ্যে কোনও বিদ্বেষ নেই। রাম মন্দির তৈরি হচ্ছে, এতেই আমি খুশি।’’
[আরও পড়ুন: ‘২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েছিলাম ছেলে বিপদে আছে’, নতুন ভিডিওয় বললেন সুশান্তের বাবা]
এদিকে, বুধবার ভূমিপুজোর আগে এদিন অর্থাৎ সোমবার গৌরী–গণেশ পুজো হয়েছে অযোধ্যায়। সকাল আটটা নাগাদ পুজো শুরু হয়। অযোধ্যায় এসে ভূমিপুজোর আয়োজনের তদারকি করেন খোদ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বুধবার মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত দিয়েই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তবে এর পাশাপাশি আবার এদিন বিজেপি নেত্রী উমা ভারতী জানিয়ে দিলেন, অযোধ্যায় গেলেও রাম মন্দিরের ভূমিপুজোয় অংশগ্রহণ করবেন না তিনি। পুজো হয়ে গেলে রামলালার দর্শন করে আসবেন। কারণ হিসেবে উমা ভারতী (Uma Bharti) বলছেন, ভোপাল থেকে অযোধ্যা যাওয়ার সময় যে কোনও করোনা রোগীর সংস্পর্শে তিনি আসতে পারেন। তাই অনুষ্ঠানে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিতে ফেলতে চান না।
অন্যদিকে, বুধবার প্রধানমন্ত্রী মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে হনুমানগড়ি মন্দিরে যাবেন। সেখানে দু’জনে পুজো দেবেন। সূত্রের খবর, রামভক্ত হনুমানের অনুমতি না নিয়ে রাম মন্দিরের ভূমিপুজো করতে চাননি মোদি। তবে সেখানে বরাদ্দ সময় ৭ মিনিট। তারপর রওনা হবেন রাম মন্দিরের উদ্দেশে। সেখানে ৪০ কেজি ওজনের একটি রূপোর ইট পাতবেন মোদি। সারবেন ভূমিপুজো।
The post ঘুরেছে সময়ের চাকা, রাম মন্দিরের ভূমিপুজোয় আমন্ত্রিত অযোধ্যা মামলাকারী ইকবাল আনসারি appeared first on Sangbad Pratidin.