shono
Advertisement

Breaking News

মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

আরও একটা পাকিস্তান তৈরি হবে, আশঙ্কা সাংসদের। The post মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Jul 27, 2018Updated: 06:39 PM Jul 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনি নিয়ে বয়ানবাজিতে যেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছেন বিজেপি নেতামন্ত্রীরা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল, বিধায়ক রাজা সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রেদেশের বিধায়ক সুরেন্দ্র সিং এবং রাজস্থান বিজেপির সভাপতি মদনলাল সাইনির পর এবার উত্তরপ্রদেশেরই বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডে। গেরুয়া শিবিরের সাংসদ বললেন, গণপিটুনি নিয়ন্ত্রণ করার জন্য মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আগে জরুরি।

Advertisement

[গোমাংস খাওয়ার দাবিতে বিধানসভায় সরব খোদ বিজেপি বিধায়ক]

দিন দুই আগে উত্তরপ্রেশেরই বিধায়ক সুরেন্দ্র সিং বলেছিলেন, হিন্দুত্ব বাঁচাতে অন্তত ৫টি করে সন্তান জন্ম দেওয়া উচিত হিন্দুদের। দু’দিন পরেই  মুসলিমদের জন্য ঠিক উলটো নিদান দিলেন আরেক বিজেপি নেতা। বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডের দাবি, ‘ক্রমবর্ধমান গণপিটুনির জন্য দায়ী ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা। মুসলিম জনসংখ্যা বাড়ছে বলেই অপরাধ, সন্ত্রাস, গণপিটুনির মতো ঘটনা বাড়ছে।‘ স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাণ্ডে দাবি করেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের জনসংখ্যা এত বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ মুসলিমরাই। মুসলিমরা জন্মনিয়ন্ত্রণ বা কোনও পরিকল্পনায় বিশ্বাসী নয়। বরং জনসংখ্যা বাড়ানোর তত্ত্বে বিস্বাসী। এর ফলে গোটা দেশের ক্ষতি হচ্ছে। উত্তরপ্রদেশের আম্বেদনগরের সাংসদ বলেন, যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে আরও একটি পাকিস্তান জন্ম নেবে। পাকিস্তান ইতিমধ্যেই ‘আতঙ্কিস্তান’-এ পরিণত হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে এদেশেরও একই পরিস্থিতি হবে। পাণ্ডের দাবি, দ্রুত সংসদে বিল এনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত।

[তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে তামাশা হচ্ছে, সুপ্রিম তোপের মুখে যোগী সরকার]

উল্লেখ্য, গণপিটুনির ঘটনা নিয়ে বয়ান দিতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতারা। খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কার্যত গরু আর মানুষকে এক আসনে বসিয়েছিলেন। আরেক বিজেপি শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেন, মোদির জনপ্রিয়তা কমাতে বিরোধীরা চক্রান্ত করে গণপিটুনি ঘটাচ্ছে।  

The post মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement