shono
Advertisement

বেঙ্গালুরুর রেস্তরাঁয় IED বিস্ফোরণ, জঙ্গিযোগের আশঙ্কা তদন্তকারীদের

তথ্যপ্রযুক্তির শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে এই বিস্ফোরণের কয়েকঘণ্টা পর মাইসুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সিদ্দারামাইয়া।
Posted: 06:56 PM Mar 01, 2024Updated: 06:56 PM Mar 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার বেঙ্গালুরুর কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিশ্চিত করেছেন এটি আইইডি বিস্ফোরণ। প্রাথমিকভাবে এই ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ করা হচ্ছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিকল্পিতভাবে ঘটানো এই বিস্ফোরণে স্বল্পমাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

Advertisement

তথ্যপ্রযুক্তির শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে এই বিস্ফোরণের কয়েকঘণ্টা পর মাইসুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সিদ্দারামাইয়া। তিনি জানান, “অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি রেস্তরাঁর ভেতর এই বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে আসে। যার জেরেই এই বিস্ফোরণ। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। এটি একটি আইইডি বিস্ফোরণ। আমরা এখনও জানি না কে এই ব্যাগ ভেতরে রেখে আসে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।” পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, কম মাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই বিস্ফোরণ ঘটানোর জন্য।

[আরও পড়ুন: অমিত শাহর গাড়ির নম্বর প্লেটে লুকিয়ে CAA-র ইঙ্গিত, লোকসভার আগেই নয়া আইন?]

এদিন বিস্ফোরণের ঘটনার পর সেন্ট্রাল বেঙ্গালুরুর বিজেপি সাংসদ পিসি মোহন এক্স হ্যান্ডেলে লেখেন, “রামেশ্বরম রেস্তরাঁয় সন্দেহজনক বিস্ফোরণের খবর পেয়ে আমি উদ্বিগ্ন। ঘটনায় আহত ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রশাসনের কাছে অনুরোধ বেঙ্গালুরুর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করুন।” ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ। পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন বিস্ফোরণের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছই। বিস্ফোরণস্থল ঘিরে ফেলে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেন্সিক টিম।

[আরও পড়ুন: চিন বিতর্কের মধ্যে স্ট্যালিনকে মান্দারিনে জন্মদিনের শুভেচ্ছা, ‘এটাই প্রিয় ভাষা’, খোঁচা BJP-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement