সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিশস্য চাষ যাতে ব্যাহত না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্র৷ জেলায় জেলায় কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলিকে ২১,০০০ কোটি টাকা অর্থসাহায্য করবে নাবার্ড৷ বুধবার এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷
নোট বাতিলের জেরে গ্রামীণ অর্থনীতিতে জোর ধাক্কার সম্ভাবনা ছিল৷ রবিশস্য চাষ করতে না পারায় মাথায় হাত পড়ছিল চাষিদের৷ তা রুখতে বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্র৷ নজর দেওয়া হল গ্রামাঞ্চলের দিকে৷ আরবিআই ও নাবার্ডের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তারপরই বিশেষ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়৷ বুধবার কেন্দ্রীয় অর্থসচিব যে পদক্ষেপগুলি ঘোষণা করলেন, সেগুলি হল-
- জেলায় জেলায় কেন্দ্রীয় সমাবায়গুলিকে ২১,০০০ কোটি অর্থ সাহায্যের অনুমোদন নাবার্ডের৷
- রবিশস্য চাষের জন্য যাতে ঋণ নিতে পারেন কৃষকরা, তাই আরবিআই, নাবার্ড ও অন্যান্য ব্যাঙ্কগুলিকে নগদ অর্থ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
- ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে৷
- ১.৫ লক্ষ পোস্ট অফিসে নগদ টাকা পাঠানো হচ্ছে৷
- ৩১ ডিসেম্বর পর্যন্ত রেলের অনলাইন টিকিট বুকিংয়ে কোনও চার্জ লাগবে না৷
- ই-ওয়ালেটে মজুত অর্থের পরিমাণ দ্বিগুণ করে ২০,০০০ টাকা করা হল৷
- ফিচার ফোন মারফত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ কাটা হবে না৷
- নতুন নোট সরবরাহের ক্ষেত্রে ৮২,০০০ এটিএমকে যান্ত্রিকভাবে উপযোগী করে তোলা হয়েছে৷ বাকিগুলিকেও কিছুদিনের মধ্যেই উপযোগী করে তোলা হবে৷
The post কৃষকদের সংকট কাটাতে ২১,০০০ কোটি অনুমোদন নাবার্ডের appeared first on Sangbad Pratidin.