shono
Advertisement
Nadia

পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, নদিয়ার বিদ্যালয়ে উদযাপিত খুদেদের জন্মদিন

কী বলছে স্কুল কর্তৃপক্ষ?
Published By: Tiyasha SarkarPosted: 06:29 PM Dec 01, 2024Updated: 07:05 PM Dec 01, 2024

রমণী বিশ্বাস, তেহট্ট: স্কুলের প্রতি খুদেদের আকর্ষণ বৃদ্ধি ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অভিনব উদ্যোগ নদিয়ায়। স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালনের আয়োজন করছে কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই এই উদ্যোগে বেশ মজা পেয়েছে খুদেরা।

Advertisement

স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গিয়েছে, করিমপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্মদিন পালন শুরু হয়েছে। মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়, অভয়পুর প্রাথমিক বিদ্যালয়, জ্যোতির্ময় স্মৃতি বিদ্যা নিকেতন, রানিনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসের একটা দিন নিয়ম করে ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন করা হচ্ছে। এবিষয়ে মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় বলেন, "চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জন্মদিন পালন করে আসছি। প্রত্যেক মাসের শেষ শনিবার জন্মদিন উদযাপনের জন্য ধার্য করা হয়েছে। নভেম্বর মাসে ২৩ জনের জন্মদিন ছিল। তাদের সকলকে নিয়ে শনিবার দিন কেক কাটা হয়।"

রানিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, "গত চার মাস থেকে ইংরেজি মাসের শেষ সপ্তাহে জন্মদিন পালন করা হচ্ছে।" জ্যোতির্ময় স্মৃতি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক প্রকাশ মণ্ডল বলেন, "২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমরা এই জন্মদিন পালন করে আসছি। এর ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে।"

করিমপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমদেব মজুমদার বলেন, "এই জন্মদিন পালন করার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়েছিলাম। কয়েকটি স্কুলে চালু হওয়ায় বাকিরা উৎসাহ দেখিয়েছে। ছাত্র-ছাত্রীর স্কুলে আসার আগ্রহ বেড়েছে। সর্বোপরি শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আগামিদিনে এই সম্পর্ক ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়বে বলে আমি আশা করি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলের প্রতি খুদেদের আকর্ষণ বৃদ্ধি ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অভিনব উদ্যোগ।
  • স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালনের আয়োজন করছে কর্তৃপক্ষ।
  • স্বাভাবিকভাবেই এই উদ্যোগে বেশ মজা পেয়েছে খুদেরা।
Advertisement