shono
Advertisement

চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি

যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন৷ The post চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 AM Mar 23, 2017Updated: 05:47 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ দিবসের আগে থেকেই চণ্ডীগড় বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠল৷ রাজ্যসভায় এ দাবি তুললেন বিরোধীরা৷ সে নিয়ে আজ উঠল বিতর্কও৷

Advertisement

 [ শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে ]

এদিন রাজ্যসভার সিপিএম সাংসদ জানান, এই প্রস্তাব শহিদ দিবসের আগেই উঠেছিল৷ পাঞ্জাব প্রশাসন তাতে সম্মতিও দিয়েছিল৷ যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন৷ এ নিয়ে শহিদ দিবসের আগেই রাজ্যসভায় যথেষ্ট বিতর্ক হয়৷ এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া জানান, একদিকে বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠেছে৷ পাশাপাশি বিজেপির তাতে কিছু আপত্তিও আছে৷ যদিও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি তা অস্বীকার করে জানাচ্ছেন, শহিদের নামে বিমানবন্দর করতে কারও কোনও আপত্তি নেই৷ কেউ কখনও তা নিয়ে আপত্তি তোলেননি জানিয়ে মন্ত্রীর বক্তব্য, এ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ জেডিইউ নেতাও একই দাবিতে বিরোধীদের সঙ্গে একজোট হন৷ কেন শহিদ দিবসেও এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল না সে প্রশ্নও ওঠে৷ সরকারের তরফে পাল্টা জানানো হয়, এ বিষয় সরকার যা পরামর্শ নেওয়ার নিয়েছে৷ সেইমতোই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে শহিদ দিবসে দু-মিনিট নীরবতা পালনের দাবিও উঠেছে সংসদে৷

[প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার]

The post চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার