shono
Advertisement

Breaking News

লোকসভার প্রার্থীতালিকা চূড়ান্ত করতে ভোররাত পর্যন্ত বৈঠকে মোদি-শাহরা, চূড়ান্ত প্রায় ১৫০ নাম

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় কাদের নাম থাকছে?
Posted: 09:44 AM Mar 01, 2024Updated: 10:32 AM Mar 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha 2024) ঘোষণা হতে আরও প্রায় সপ্তাহ দুয়েক বাকি। এখন থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ‘ইলেকশন মোডে’ বিজেপি। প্রার্থীতালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত বৈঠক করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডারা। সূত্রের খবর, প্রথম পর্বে অন্তত ১৩০-১০ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।

Advertisement

মোদি (Narendra Modi) জমানায় বিজেপির সবচেয়ে বড় ইউএসপি হল বিপক্ষের থেকে একধাপ এগিয়ে থাকা। ২০১৯-এও লোকসভা ভোট ঘোষণার কয়েক সপ্তাহ আগে ১৬৪ আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও নরেন্দ্র মোদি, অমিত শাহরা বিরোধী শিবিরের থেকে এগিয়ে থাকার চেষ্টাই করছেন। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক হয়েছে। বিজেপির নির্বাচনী কমিটিতে গোটা দেশের প্রায় ৫৫০ জন নেতা রয়েছেন। তাঁরা প্রাথমিকভাবে প্রার্থী তালিকার খসড়া তৈরি করেছেন। সেই খসড়া নিয়েই বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ নেতারা আলোচনা করেছেন।

[আরও পড়ুন: সাদা জুতো পায়ে, শাহজাহান যায়! আদালতে রাজকীয় মেজাজে প্রবেশ সন্দেশখালির ‘বাদশা’র]

সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে মোদি-শাহ ছাড়াও ছিলেন দেবেন্দ্র ফড়ণবিস, যোগী আদিত্যনাথ, ভুপেন্দ্র যাদব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রকাশ জাভড়েকরদের মতো শীর্ষনেতারা। প্রথম পর্বে হিন্দিবলয়ের রাজ্যগুলির পাশাপাশি গুজরাট এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই রাজ্যগুলিতে বিজেপি একাই ভোটে লড়বে। শোনা যাচ্ছে বিজেপির ওই কমিটি প্রথম দিনই ১৩০-১৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে। যা দ্রুত ঘোষণা করে দেওয়া হবে।

[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]

প্রথম দফায় যে ১৩০-১৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে, তার মধ্যে নাম থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। মোদি এবারও লড়বেন বারাণসী থেকে আর গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ। এর বাইরে যেসব বিজেপির শীর্ষ নেতারা টিকিট পাওয়া নিশ্চিত তাঁদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে। এঁদের মধ্যে নাম থাকতে পারে নীতীন গড়করি, রাজনাথ সিংদের। সূত্রের দাবি মন্ত্রিসভার সব সদস্যদের এবার লোকসভায় লড়তে বলা হবে। রাজ্যসভার কয়েকজন সদস্যও এবার লড়তে পারেন লোকসভায়। তাঁদের নামও থাকতে প্রথম তালিকায়। আগামী কয়েকদিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement