shono
Advertisement

বিশ্বের সেরা ব্যক্তিত্ব মোদি

প্রধানমন্ত্রী মোদিকে জানান আপনার শুভেচ্ছা, LIKE-SHARE-COMMENT করে৷ The post বিশ্বের সেরা ব্যক্তিত্ব মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:41 PM Dec 05, 2016Updated: 12:25 PM Dec 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটাভুটি শেষ৷অনলাইন পাঠকদের ভোটের বিচারে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বের তাবড় নেতা, শিল্পী ও প্রভাবশালীদের হারিয়ে ২০১৬-র সেরার শিরোপা ছিনিয়ে নিলেন তিনি৷

Advertisement

রবিবার মধ্যরাতে শেষ হয়েছে অনলাইন ভোটাভুটি৷ মোদি পেয়েছেন মোট ভোটের ১৮ শতাংশ৷ বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জুলিয়ান অ্যাসাঞ্জদের পিছনে ফেলে দিয়েছেন মোদি৷ তাঁরা পেয়েছেন ৭ শতাংশ ভোট৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও মোদির চেয়ে অনেক কম ভোট পেয়েছেন, মাত্র ২ শতাংশ৷

মোদির এই কৃতিত্বের কথা চাউর হতেই তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে৷ বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা, একের পর এক টুইট করেছেন মোদিকে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু, কৃষিমন্ত্রী রাধামোহন সিং-প্রত্যেকেই বর্ষসেরা হওয়ার অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মোদিকে৷

প্রতিবছর ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেন টাইমস-এর সম্পাদকরা। গত এক বছরের সবচেয়ে আলোচিত চরিত্রকে বেছে নেওয়া হয় সেরা হিসাবে৷ এবারও চূড়ান্ত পর্যায়ে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেওয়া হবে৷ তবে তার আগে পাঠকদের বিচারে এ বছরের সেরা ব্যক্তিত্ব মোদি৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৭ ডিসেম্বর৷ ততদিন পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর অসংখ্য অনুগামী দুরুদুরু বুকে অপেক্ষা করবেন ফলাফলের জন্য৷

  • চিনের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন ট্রাম্প
  • ‘আম্মা’কে ঘিরে বাড়ছে রহস্য, হাসপাতালের বাইরে মোতায়েন আধাসেনা 
  • পাকিস্তানের হোটেলে আগুন, মৃত বহু
  • ‘আম্মা’ অসুস্থ শুনেই মৃত্যু দলীয় কর্মীর
  • খোয়া গেল বিসমিল্লা খানের সানাই, চুরির অভিযোগ দায়ের

 

The post বিশ্বের সেরা ব্যক্তিত্ব মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement