Advertisement
উষ্ণ আদর! যৌবনের আশকারায় বলিউড নায়িকাদেরও টক্কর দেবে অনুরাগ কশ্যপের মেয়ে
অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে আলিয়া।
গরমে পুড়ছে বাংলা। জেলায় বৃষ্টি হলেও কলকাতা চাতকের মতো বারিধারার অপেক্ষায় দিন গুনছে। এমন পরিস্থিতিতে বালিতে 'সামার কুল' মেজাজে ক্যামেরার সামনে ধরা দিলেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া।
উষ্ণতার আদর গায়ে মেখে খোলামেলা পোশাকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আলিয়া। যৌবনের আশকারায় বলি নায়িকাদেরও দিব্যি টক্কর দিতে পারেন পরিচালককন্যা।
অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে আলিয়া। পেশায় ইউটিউবার। ইনস্টাগ্রামে তিন লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। গয়নার ব্যবসাও শুরু করেছেন। ব্র্যান্ডের নাম দিয়েছেন অ্যাথেনা।
বছরের বেশিরভাগ সময় বিদেশেই থাকেন আলিয়া। এক বিদেশিকেই মন দিয়েছেন তিনি। নাম তাঁর শেন গ্রেগয়। পেশায় শেন ব্যবসায়ী। তবে দুজনেই বহেমিয়ান মেজাজের। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন বেড়াতে।
সিনেমার জন্য মেয়েকে সময় দিতে পারেননি, এই আক্ষেপ ছিল অনুরাগের। মার্চ মাসে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে তিনি মনোবিদের সাহায্য নিয়েছিলেন। এখন বাবা-মেয়ের সম্পর্ক বেশ ভালো। ছবি: ইনস্টাগ্রাম।
এর পর ফিরে তাকাতে হয়নি। কোচিতে গিয়ে ৪-৩ গোলে কেরালা ব্লাস্টার্স বধ আর কান্তিরাভায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪-০ গোলে জিতে লিগ জয়ের দরজায় কড়া নাড়তে থাকেন পেত্রাতোসরা।
লিগ পর্যায়ের শেষ ম্যাচ ছিল মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমবার লিগ শিল্ড জিততে হলে মুম্বইকে যেভাবেই হোক হারাতে হবে। এই পরিস্থিতিতে ভরা যুবভারতীতে মাঠে নামে মোহনবাগান। ৬০ হাজার দর্শকের সামনে মুম্বইকে ২-১ গোলে হারিয়ে লিগ শিল্ড ছিনিয়ে ভারতসেরা হয় মোহনবাগান।
Published By: Suparna MajumderPosted: 06:37 PM May 03, 2024Updated: 10:32 PM May 03, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
