shono
Advertisement

এদেশে প্রচুর অবদান ‘উদ্বাস্তু’মুঘলদের! নাসিরউদ্দিন শাহর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক

এক সাক্ষাৎকার দিতে গিয়ে মুঘলদের সম্পর্কে মন্তব্য করেন বর্ষীয়ান অভিনেতা।
Posted: 04:24 PM Dec 30, 2021Updated: 04:24 PM Dec 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বাস্তু ছিল মুঘলরা। এদেশে তাঁদের প্রচুর অবদান। এমনই মন্তব্য করেছেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

Advertisement

ফাইল ছবি

এক সাক্ষাৎকার দিতে গিয়ে নাসিরউদ্দিন বলেন, “মুঘলদের তথাকথিত নৃশংসতার কথা সবসময় তুলে ধরা হয়। আমরা ভুলে যাই যে এদেশে মুঘলদেরও অবদান রয়েছে। তাঁরাই এত টেকসই মনুমেন্ট তৈরি করে গিয়েছেন। নাচ, গান, চিত্রকলা, সংস্কৃতির ঐতিহ্য রেখে গিয়েছেন। মুঘলরা এ দেশকে মাতৃভূমি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। আপনি চাইলে তাঁদের রিফিউজি বলতেই পারেন। “

[আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে নদীপথে জঙ্গি হামলা হতে পারে কলকাতায়! রুখতে গঙ্গায় নতুন জেটি পুলিশের]

এই মন্তব্যের জেরেই সোশ্যাল মিডিয়ার একাংশের সমালোচনার পাত্র হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। “মুঘলরা নাসিরউদ্দিন শাহর মতো নির্বোধদেরই রেখে গিয়েছে”, এমন মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে আবার তালিবান ও রোহিঙ্গাদের প্রসঙ্গে টেনে আনা হয়েছে। লেখা হয়েছে, “নাসিরউদ্দিন শাহর কথায় এদেশের সংগীত, সংস্কৃতির জগতে মুঘলদের দীর্ঘস্থায়ী অবদান রয়েছে। হ্যাঁ, ঠিকই! যেমন আফগানিস্তানে তালিবানদের অবদান। রোহিঙ্গাদের যে অবদান অব্যাহত। ওনার নিশ্চয়ই স্টকহোম সিনড্রোম হয়েছে। “

 

উল্লেখ্য, এর আগেও নিজের একাধিক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন নাসিরউদ্দিন শাহ। ”তালিবানের প্রত্যাবর্তনে যাঁরা উল্লসিত, তাঁদের প্রশ্ন করতে চাই আপনারা কি সেকেলে অসভ্য বর্বর সমাজের পক্ষপাতী? নাকি তাঁরা নতুন দিনের আধুনিক ইসলামকে চান?” তালিবানদের আফগানিস্তান (Afghanistan) দখলের পর এই প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। তার জেরেও সমালোচনার পাত্র হতে হয়েছিল তাঁকে। এবার মুঘলদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন।

[আরও পড়ুন: ৪ বছরের পরকীয়ার পরও পালাতে নারাজ দেওর, পিংলায় আত্মহত্যা রাজমিস্ত্রির স্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার