shono
Advertisement

কোহলি না থাকায় আশার আলো দেখছে ইংল্যান্ড, বললেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন

ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি।
Posted: 12:38 PM Jan 23, 2024Updated: 12:39 PM Jan 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট সরে দাঁড়ানোয় ইংল্যান্ডেরই সুবিধা হবে বলে মনে করছেন প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। লন্ডনের গমণাধ্যমে নাসের হুসেন (Nasser Hussain) বলেছেন, ”বিরাটের জন্য শুভেচ্ছা রইল। হ্যারি ব্রুকের মতোই ব্যক্তিগত কারণে ও সরে এসেছে। কিছু জিনিস ক্রিকেটের থেকেও গুরুত্বপূর্ণ। খেলাধুলোর সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা প্রত্যকেই বিরাটের সিদ্ধান্তকে সমর্থন করবেন। তবে এটা ঠিক ভারত ও এই সিরিজ বিরাটের অভাব অনুভব করবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও]

কোহলির মতোই হ্যারি ব্রুকও সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। নাসের হুসেন জানিয়েছেন, কোহলি না থাকায় ইংল্যান্ডের আশা বাড়ছে। নাসের হুসেন বলছেন, ”কোহলি দারুণ ছন্দে ছিল। টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় গোটা ক্রিকেট বিশ্ব এক জিনিয়াসের অভাববোধ করবে। কোহলির মতো প্রতিভাবান ব্যাটার না খেললে যে কোনও দলই তাঁর অভাব বোধ করবে। কোহলি না থাকায় সিরিজের প্রথম দুটো টেস্টে ইংল্যান্ড আশার দেখতে পাচ্ছ। ইংল্যান্ড আন্ডারডগ হিসেবেই শুরু করছে টেস্ট সিরিজ।” কোহলি না থাকায় প্রথম দুটো টেস্ট ম্যাচে ভারত যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। 
উল্লেখ্য, দেশের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলাদা করে কথা বলে কোহলি জানিয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অগ্রাধিকার পায় সবসময়ে। কোহলির অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা যে উজাড় করে দেবেন সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

 

[আরও পড়ুন: ‘শোয়েবকে কেন বিয়ে করেছিলে?’, সানিয়াকে প্রশ্ন শাহরুখের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement