shono
Advertisement

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রায়ে যথেষ্ট বেকায়দায় সোনিয়া, রাহুল৷ The post ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM May 12, 2017Updated: 09:26 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড়সড় ধাক্কা খেলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ও উপ-সভাপতি রাহুল গান্ধী৷ শুক্রবার, ‘ন্যাশনাল হেরাল্ড’ সংক্রান্ত একটি মামলার শুনানির পর আর্থিক তছরুপের অভিযোগে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স আধিকারিকদের তদন্ত চালানোর নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট৷ উল্লেখ্য, ২০১২ সালে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে এনে দিল্লির একটি কোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷

Advertisement

[বরকতিকে গ্রেপ্তারের দাবিতে ২৫ মে লালবাজার অভিযান বিজেপির]

নিজের অভিযোগে স্বামী জানিয়েছিলেন, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানিটিকে মাত্র ৫০ লক্ষ টাকায় কেনে রাহুল ও সোনিয়া গান্ধীর সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ানস’৷ ২০১১ সালে এজেএল-এর সমস্ত শেয়ার ট্রান্সফার করা হয় ‘ইয়ং ইন্ডিয়ানস’কে৷ উল্লেখ্য, এজেএল-কে প্রায় ৯০ কোটি টাকার ঋণ দিয়েছিল কংগ্রেস৷ এবার এজেএল-এর মালিক হিসেবে সেই টাকা দাবি করার অধিকার পান সোনিয়া ও রাহুল৷ এছাড়াও বেআইনিভাবে শেয়ার হোল্ডারদের না জানিয়ে এজেএল-এর শেয়ার ইয়ং ইন্ডিয়ানস-কে ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ৷ এই মামলায় সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও অভিযোগ রয়েছে মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদার বিরুদ্ধে৷

[২০১৭-তেই বড়সড় জঙ্গি হামলা হতে পারে ভারতে, সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা]

এই মামলার প্রেক্ষিতে সোনিয়া ও রাহুল গান্ধী ইতিমধ্যে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন৷ স্বামীর দায়ের করা মামলার কোনও ভিত্তি নেই৷ যদিও আজকের রায়ে যথেষ্ট বেকায়দায় পড়েছেন তাঁরা বলেই মত বিভিন্ন শিবিরের৷ প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বর ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় সোনিয়া ও রাহুল গান্ধী-সহ বাকি অভিযুক্তদের জামিন দেয় আদালত৷ ১৯৩৭ সালে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে একত্রে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি শুরু করেন জওহরলাল নেহেরু৷ ওই সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন পুরুষোত্তম দাস, গোবিন্দ বল্লভ পন্থের মত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা৷

[রোজকার এই কাজগুলিতে বদল না আনলে পাকস্থলীতে হতে পারে ক্যানসার]

The post ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার