shono
Advertisement

কুলফি বিক্রি করেই সংসারের হাল টানছেন হরিয়ানার অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার

কিন্ত, কেন এই পেশা বেছে নিলেন তিনি? The post কুলফি বিক্রি করেই সংসারের হাল টানছেন হরিয়ানার অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Oct 29, 2018Updated: 06:42 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে জার্সি গায়ে বিদেশের মাটিতে বক্সিংয়ের রিংয়ে আগুন ঝড়িয়ে ছিনিয়ে এনেছিলেন সোনার পদক৷ দেশের মাটিতেও দেখিয়েছেন বক্সিংয়ের শক্তি৷ দারিদ্রের সঙ্গে দাঁতে দাঁত চেপে রিংয়ে লড়াই চালিয়ে গিয়েছেন হরিয়ানার ভিওয়ানির সোনার ছেলে দীনেশ কুমার৷ ছোট বক্সিংয়ের কেরিয়ারে দেশকে এনে দিয়েছেন সোনা৷ রুপো-ব্রোঞ্জ ছিনিয়ে আনাটা দীনেশের কাছে বাঁ হাতের খেল৷

Advertisement

[ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি! কটাক্ষ কংগ্রেসের]

কিন্তু, দেশের হয়ে পদক আনাটা সহজ হলেও সংসার চালানো দিনে দিনে আরও কঠিন হয়ে উঠছিল দীনেশের কাছে৷ বিপক্ষ বক্সারের বাউন্সারের কাছে হার শিকার না করলেও দারিদ্র্যতার কাছে নতজানু হতে কার্যত বাধ্য হয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীনেশ কুমার৷ আর এই দারিদ্রতাই কারণেই যে তাঁকে একদিন রাস্তার মোড়ে মোড়ে কুলফি বিক্রি করতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি দীনেশ৷ আশা ছিল, খেলার দুনিয়ায় নাম করে পরিবারকে নিয়ে কোনওমতে চালিয়ে দেবেন পাঁচ সদস্যের পরিবার৷ কিন্তু, মেলেনি সরকারি সাহায্য৷ আর তার জেরেই ঠেলা গাড়ির উপর কুলফি সাজিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ১৭টি সোনা, ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীনেশ কুমার৷

[রাহুল গান্ধীর ‘জাত’ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির মুখপাত্র সম্বিত]

কিন্তু, শুধুই কি অভাব? হঠাৎ রিং ছেড়ে কেন কুলফি বিক্রির পেশা বেছে নিতে বাধ্য হলেন দীনেশ? সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগের কথা৷ একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি৷ দীনেশকে বাঁচাতে বাড়ি বন্ধক দেন বৃদ্ধ বাবা৷ দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয় এই বক্সারকে৷ কিন্তু, সেই বন্ধকি ঋণ আর শোধ করতে পারেননি বৃদ্ধ বাবা৷ চোটের কারণে পারফরম্যান্সে খামতি দেখা দিতে থাকে৷ সেই শুরু৷

[হৃদরোগের আক্রান্ত বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ জওয়ান, ভাইরাল ভিডিও]

উলটো পথে চলতে থাকে দীনেশের জীবন৷ মাথার উপর ঋণের বোঝা ও খেলার মান পড়তে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেন দীনেশ৷ পরিবার চালাতে বাবার সঙ্গে কুলফি বিক্রিতে হাত মেলান বক্সার৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ বলেন, ‘‘আমি যখন অসুস্থ ছিলাম, তখন কেউ সাহায্য করেননি৷ ফলে, সংসার চালাতে বাধ্য হয়েই কুলফি বিক্রি করছি৷’’ তাঁর আক্ষেপ, ‘‘যদি সরকার একটু সাহায্য করত, তাহলে আমাকে এভাবে কুলফি বিক্রি করতে হত না৷’’ গ্রামের ছেলে-মেয়ের জন্য খেলার সুযোগ গড়ে দিতে বক্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়তে চান তিনি৷

The post কুলফি বিক্রি করেই সংসারের হাল টানছেন হরিয়ানার অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement