shono
Advertisement

আলোচনায় সমস্যার সুরাহা খুঁজছেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া ও অন্যান্য দেশগুলি আলোচনার মাধ্যমেই এই বিবাদ মেটানোর অনুরোধ করেছে দুই দেশকে The post আলোচনায় সমস্যার সুরাহা খুঁজছেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:20 PM Oct 04, 2016Updated: 01:50 PM Oct 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক বিবাদ মেটাতে এবার তৎপর হলেন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ শনিবার রাতেই সম্ভবত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ করেন পাকিস্তানের উপদেষ্টা নাসির জানজুয়ার সঙ্গে৷

Advertisement

সূত্রের খবর, এই কথোপকথনে মূল বিষয় ছিল পাকিস্তান ও ভারতের বিবাদকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়াচ্ছে তা কীভাবে রোধ করা যায়৷ কথোপকথনের শেষে দুই উপদেষ্টার মতেই আলোচনার মাধ্যমেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এমনটাই জানানো হয়েছে৷

ভারতের সামনে পাকিস্তানের এই বিবাদ নিয়ে কী অবস্থান থাকবে তা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বলে আগেই ঠিক করে রেখেছিলেন শরিফের বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ৷ এইদিন দুই নিরাপত্তা উপদেষ্টার কথোপকথনও সরতাজ জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রীকে৷ জানা যাচ্ছে, পাকিস্তানের সর্বদলীয় বৈঠকে ভারতের আক্রমণ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ভারতের উপদেষ্টাকে জানিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন শরিফ৷

সরতাজ আজিজের দাবি, কাশ্মীর সমস্যাকে আড়ালে রাখতেই সীমান্তে ইচ্ছাকৃত উত্তেজনা ছড়াচ্ছে ভারত৷ তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে,  উরি আক্রমণ ও জঙ্গি কার্যকলাপের জন্যই পাকিস্তানের দৌলতে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে দুই দেশ৷

যদিও, এই বিবাদ কীভাবে মিটবে তার দিকেই তাকিয়ে দুই দেশ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া ও অন্যান্য দেশগুলি আলোচনার মাধ্যমেই এই বিবাদ মেটানোর অনুরোধ করেছে কিন্তু পাশাপাশি পাকিস্তানকে দেশের মাটি থেকে জঙ্গি নির্মূল করতেও নির্দেশ দিয়েছে৷ এখন দেখার আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা হয় কিনা৷

The post আলোচনায় সমস্যার সুরাহা খুঁজছেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement