shono
Advertisement

Breaking News

বিদেশেও সম্মানিত নওয়াজ, পেলেন গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড

অভিনেতা নিজেই এই সুখবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। The post বিদেশেও সম্মানিত নওয়াজ, পেলেন গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 03:06 PM Oct 31, 2019Updated: 03:07 PM Oct 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন পদার্পণ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, তখন ছিলেন সামান্য একজন জুনিয়র আর্টিস্ট। সেদিন থেকে আজকের যাত্রাটা খুব একটা মসৃণ ছিল না। ক্রমশ দেশের মাটিতে একাধিক জায়গা থেকে সম্মানিত হয়েছেন তিনি। বিদেশেও অভিনয়ের জন্য প্রশংসা জুটেছে। এবার জনপ্রিয় গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

Advertisement

‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে কিছুক্ষণের জন্য স্ক্রিনে দেখা দিয়েছিলেন নওয়াজ। এক পকেটমারের চরিত্র দেখা গিয়েছিল তাঁকে। এমন বহু ছবিতেই ছোট ছোট চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু প্রথমবার তিনি নজর কাড়েন ‘কাহানি’ ছবিতে। সেখানে ইনসপেক্টর খানের ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। সেই থেকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ভাল ছবি পেয়েছেন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘ফোটোগ্রাফ’-এর মতো অনেক ছবিতে নজর কেড়েছেন তিনি। শুধু বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় নজর কেড়েছে দর্শকের। ‘সেক্রেড গেমস’-এ তাঁর অভিনয়ের জন্য অনেক তাবড় অভিনেতাই তাঁকে বাহবা জানিয়েছিলেন। এবার কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের তরফে সম্মানিত করা হল অভিনেতাকে।

[ আরও পড়ুন: বড়পর্দায় ফের গোয়েন্দার চরিত্রে সৌমিত্র, রয়েছে আরও চমক ]

ব্রিটেনের কনসেল জেনারেল অফ ওয়ালস, মিক অ্যান্টনিয়ো নওয়াজউদ্দিনের হাতে তুলে দেন গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড। স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তাঁকে। অভিনেতা নিজের টুইটার অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। এছাড়া হলিউডের দিকপাল জুডি ডেঞ্চকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে।

নওয়াজউদ্দিন সিদ্দিকির পরবর্তী ছবি ‘মোতিচুর চকনাচুর’ মুক্তি পাবে ১৫ নভেম্বর। ছবিতে নওয়াজের সঙ্গে রয়েছেন আথিয়া শেট্টি। ছবিটি একটি ওয়েডিং কমেডি। এরপর অভিনেতার হাতে রয়েছে ‘বোলে চুড়িয়াঁ’। এই ছবিতে নওয়াজের বিপরীতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

[ আরও পড়ুন: কেসি পালের ‘অদ্ভুত তত্ত্ব’ জানবে দর্শক, প্রেক্ষাগৃহে আসছে ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’ ]

The post বিদেশেও সম্মানিত নওয়াজ, পেলেন গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার