সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশাত্মবোধক বক্তব্য পেশ করে নিজের রাজ্যেই রোষের মুখে পড়তে হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন ন্যাশনাল কনফারেন্স প্রধান৷ ফলে, বুধবার ইদের নমাজ পড়ার সময় তাঁর উপরে হামলা করে একদল যুবক৷ তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় জুতো ও পাথর৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় তাঁর সমর্থক ও নিরাপত্তারক্ষীরা৷
[ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’]
ঘটনার সূত্রপাত হয় সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভা থেকে৷ সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ফারুক আবদুল্লা৷ সভায় উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সামনেই তিনি বলেন, অটলজি ছিলেন সকলের মনের মানুষ৷ সকলের মন জয় করেছিলেন তিনি৷ সমস্ত বর্ণ-ধর্ম-সম্প্রদায়ের বাধা টপকে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ এরপরই অটলবিহারী বাজপেয়ীর দেখানো পথে দেশাত্মবোধের শিক্ষা দিতে শুরু করেন তিনি৷ হাত তুলে বলেন ‘ভারত মাতা কি জয়’৷ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বুধবার রোষের মুখে পড়তে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মধ্যে কী খারাপ রয়েছে?
[আমিরশাহীর দেওয়া ৭০০ কোটির সাহায্য নিতে ‘নারাজ’ কেন্দ্র]
পাশাপাশি, ইদের দিন সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ পাকিস্তান ও আইএসের পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্নতাবাদীরা৷ সেনার উপরেও হামলা করে পাথরবাজরা৷ হত্যা করা হয় এক পুলিশকর্মীকে৷ জানা গিয়েছে, উপত্যকায় আল-কায়দার কমান্ডার জাকির মুসার সমর্থনেই পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় পাথরবাজদের একাংশ। পাশাপাশি জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীরও৷
The post ‘ভারত মাতা কি জয়’ বলে কাশ্মীরে রোষের মুখে ফারুক আবদুল্লা appeared first on Sangbad Pratidin.