shono
Advertisement

‘ভারত মাতা কি জয়’বলে কাশ্মীরে রোষের মুখে ফারুক আবদুল্লা

ছোঁড়া হল জুতো ও পাথর৷ The post ‘ভারত মাতা কি জয়’ বলে কাশ্মীরে রোষের মুখে ফারুক আবদুল্লা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Aug 22, 2018Updated: 04:27 PM Aug 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশাত্মবোধক বক্তব্য পেশ করে নিজের রাজ্যেই রোষের মুখে পড়তে হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন ন্যাশনাল কনফারেন্স প্রধান৷ ফলে, বুধবার ইদের নমাজ পড়ার সময় তাঁর উপরে হামলা করে একদল যুবক৷ তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় জুতো ও পাথর৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় তাঁর সমর্থক ও নিরাপত্তারক্ষীরা৷

Advertisement

[ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’]

ঘটনার সূত্রপাত হয় সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভা থেকে৷ সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ফারুক আবদুল্লা৷ সভায় উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সামনেই তিনি বলেন, অটলজি ছিলেন সকলের মনের মানুষ৷ সকলের মন জয় করেছিলেন তিনি৷ সমস্ত বর্ণ-ধর্ম-সম্প্রদায়ের বাধা টপকে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ এরপরই অটলবিহারী বাজপেয়ীর দেখানো পথে দেশাত্মবোধের শিক্ষা দিতে শুরু করেন তিনি৷ হাত তুলে বলেন ‘ভারত মাতা কি জয়’৷ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বুধবার রোষের মুখে পড়তে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মধ্যে কী খারাপ রয়েছে?

[আমিরশাহীর দেওয়া ৭০০ কোটির সাহায্য নিতে ‘নারাজ’ কেন্দ্র]

পাশাপাশি, ইদের দিন সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ পাকিস্তান ও আইএসের পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্নতাবাদীরা৷ সেনার উপরেও হামলা করে পাথরবাজরা৷ হত্যা করা হয় এক পুলিশকর্মীকে৷ জানা গিয়েছে, উপত্যকায় আল-কায়দার কমান্ডার জাকির মুসার সমর্থনেই পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় পাথরবাজদের একাংশ। পাশাপাশি জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীরও৷

The post ‘ভারত মাতা কি জয়’ বলে কাশ্মীরে রোষের মুখে ফারুক আবদুল্লা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement