shono
Advertisement

লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ ‘জনসন অ্যান্ড জনসন’বেবি শ্যাম্পু

সংস্থার দাবি জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু শিশুদের জন্য নিরাপদ৷ The post লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি শ্যাম্পু appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Apr 28, 2019Updated: 09:32 AM Oct 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির খুদে সদস্যের শ্যাম্পু, তেল, ক্রিম এক্কেবারে আলাদা৷ বড়দের কোনও কিছুর সঙ্গে তার সম্পর্ক নেই৷ কারণ সকলেরই ধারণা, বড়দের ব্যবহৃত প্রসাধনী সামগ্রীতে কিছু না কিছু রাসায়নিক ব্যবহার করা হয়৷ যা ছোটদের জন্য নিরাপদ নয়৷ তাই একরত্তির জন্য আলাদা সামগ্রী ব্যবহার করা হয়। ছোটদের সামগ্রীর একটা বড় অংশ সরবরাহ করে জনসন অ্যান্ড জনসন৷ কিন্তু এবার আঙুল উঠল ওই কোম্পানির দিকেই৷ যার জেরে আর ব্যবহার করা যাবে না ওই কোম্পানির তৈরি ছোটদের শ্যাম্পু৷ রাজ্যের মুখ্যসচিবদের এমনই নির্দেশ দিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷

Advertisement

[ আরও পড়ুন: অস্ত্রোপচারেই ক্যানসার থেকে রেহাই, গোমূত্রের তত্ত্ব উড়িয়ে দাবি সাধ্বীর চিকিৎসকের]

দিনকয়েক আগেই জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পুর গুণমান নিয়ে প্রশ্ন ওঠে৷ কেউ কেউ দাবি করেন, ওই শ্যাম্পুতে ব্যবহার করা হয় রাসায়নিক৷ তাঁরা এ-ও দাবি করেন যে ওই শ্যাম্পু দীর্ঘদিন ব্যবহারের জেরে যেকোন মুহূর্তেই ক্যানসারে বাসা বাঁধতে পারে বাড়ির একরত্তির শরীরে৷ এই সন্দেহ আদতে সত্যি কিনা, তা নিয়ে ধোঁয়াশা কাটাতে আসরে নামে রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন৷ শ্যাম্পুর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়৷ কিন্তু পরীক্ষায় একেবারে ডাহা ফেল করে জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পু৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্যাম্পুটি একেবারেই নিরাপদ নয়৷

রাজস্থানের পর্যবেক্ষক সংস্থার আরও দাবি, শ্যাম্পুর নমুনায় মিলেছে ফর্মালডিহাইড৷ ওই রাসায়নিকের জেরে হতে পারে শিশুদের ক্যানসারও৷ তাই আপাতত জনজন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু বিক্রি প্রতিটি রাজ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, অসম, অন্ধ্রপ্রদেশ এই পাঁচটি রাজ্যের সমঝোতায় এ বিষয়ে একটি শুনানিও হয়। তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী বিজ্ঞপ্তি না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানায় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷

[ আরও পড়ুন: ঐতিহ্যকে সাক্ষী করে নতুন ২০ টাকার নোট চালু করছে আরবিআই]

এছাড়াও রাজস্থানের সংশ্লিষ্ট দপ্তরকে নমুনা পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷ যদিও প্রস্তুতকারক সংস্থার দাবি জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু শিশু থেকে বয়স্ক সকলের জন্যই নিরাপদ৷ সমস্তরকম নিয়ম মেনেই তা তৈরি হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের।

The post লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি শ্যাম্পু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement